Advertisement
Advertisement
Sourav ganguly

পুজোয় সৌরভের নিজের ব্র্যান্ড ‘সৌরাগ্য’, র‌্যাম্পে নজর কাড়লেন খোদ ‘দাদা’

অমিতাভ বচ্চন থেকে শচীন তেণ্ডুলকর, নিজের ব্র্যান্ডের পোশাক একাধিক সেলেবকে পাঠালেন সৌরভ।

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আগেই বাঙালির আইকন উপহার দিলেন এক নতুন ব্র্যান্ডের। যে ব্র্যান্ড তাঁর নিজস্ব। সলমন খান, বিরাট কোহলিদের যেমন নিজস্ব ব্র্যান্ড রয়েছে। তেমনই সৌরভেরও নিজস্ব পোশাকের ব্র্যান্ড আত্মপ্রকাশ করল।

প্রাক্তন ভারত অধিনায়কের ব্র্যান্ডের নাম-সৌরাগ্য।যার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটল সোমবার। মিস্তার সঙ্গে গাঁটছড়া বাঁধল ওই ব্র্যান্ড।

সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষতার সঙ্গে দেশকে নেতৃত্ব দিয়েছেন। ক্রিকেট প্রশাসন সামলাতে পারেন। আবার র‍্যাম্প ওয়াকে দ্যুতিও ছড়াতে পারেন। কলকাতার পাঁচতারা হোটেলের বল রুম। কালো পাঞ্জাবিতে আরও বেশি ঝকঝকে লাগছিল তাঁকে।

তরুণ তুর্কি মডেলদের সঙ্গে র‍্যাম্পে হাঁটলেন সৌরভও। একাধিক পোশাকে রীতিমতো মধ্যমণি হয়ে রইলেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট।

ক্রিকেট থেকে বলিউড-বিভিন্ন প্ল্যাটফর্মের সেলেবদের কাছেও পৌঁছে গিয়েছে এই ব্র্যান্ড। সৌরভের তরফ থেকে তাঁদের কাছে উপহার পাঠানো হয়। সেই তালিকাটাও বেশ লম্বা।

অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শচীন তেন্ডুলকর, বীরেন্দ্র শেহবাগ, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, যুবরাজ সিং, হরভজন সিং, মহম্মদ কাইফ, অভিষেক বচ্চন, রাজকুমার রাও-সহ আরও অনেককে তাঁর নিজের ব্র্যান্ডের পোশাক উপহার হিসাবে পাঠিয়ে দিয়েছেন সৌরভ।

নিঃসন্দেহে দুর্গাপুজোর আগে বাঙালিকে সেরা একটা উপহার দিলেন সৌরভ। নিজের ব্র্যান্ডের পোশাকে নজর কাড়লেন নিজেও।