ঘরে আসছে নতুন সদস্য। তাকে স্বাগত জানাতে মুখিয়ে রয়েছেন শুভাশিস বসু এবং কস্তুরী ছেত্রী। রবিবার মোহনবাগান ক্যাপটেনের বাড়িতে বসেছিল সাধভক্ষণের আসর।
প্রথম সন্তান জন্মের আগে উত্তেজনায় ফুটছেন কস্তুরী। অন্তঃসত্ত্বা অবস্থার ছবি নিয়মিত পোস্ট করছেন সোশাল মিডিয়ায়। তাঁর উপলব্ধি, 'জীবনের মর্ম তখনই সবচেয়ে ভালো বোঝা যায় যখন একটি প্রাণ তোমার শরীরের ভিতর বেড়ে ওঠে।'
ছোট্ট সন্তানের অপেক্ষায় দিন গুনছেন শুভাশিস-কস্তুরী। তবে ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষায় থাকা খুদেকে 'মিরাকল'-এর চেয়ে কম কিছু মনে করেন না তাঁরা। তাকে স্বাগত জানানোর আগে হইহই করে 'বেবি শাওয়ারে' মাতলেন দু'জনে।
পরিবার-বন্ধুদের সঙ্গে রবিবার জমিয়ে বেবি শাওয়ার বা সাধভক্ষণ পালন করলেন কস্তুরী। দুধ সাদা অফ শোল্ডার গাউনে সেজেছিলেন তিনি। স্ত্রীর সঙ্গে রং মিলিয়ে সাদা শার্ট ছিল শুভাশিসের পরনেও।
ছেলে হবে না মেয়ে? হবু মায়েদের মনজুড়ে থাকে এই প্রশ্ন। কস্তুরীর মনেও সেই একই জিজ্ঞাসা উঁকি মারছে। তাই নীল এবং গোলাপি রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল অনুষ্ঠানের আসর।
ইনস্টাগ্রামে বেবি শাওয়ারের ছবি দিয়ে কস্তুরী লিখেছেন, 'বাবা-মা হিসাবে যাত্রা শুরু করতে চলেছি। পুত্র বা কন্যা, যেই আসুক না কেন, তাকে দেখার জন্য মুখিয়ে রয়েছি। এই সফরে পাশে রয়েছে পরিবার আর বন্ধুরা।'
সাধভক্ষণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 'হবু দাদু-দিদা'রা, অর্থাৎ শুভাশিস এবং কস্তুরীর মা-বাবা। হবু বাবা-মা'কে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন তাঁরা। তবে কস্তুরীর প্রথম সন্তান কবে পৃথিবীর আলো দেখবে তা এখনও জানা যায়নি।
মোহনবাগানের অধিনায়ক হিসেবে জোড়া ট্রফি জয়ের পরেই বাবা হওয়ার কথা ঘোষণা করেছিলেন শুভাশিস। তারপর থেকেই কস্তুরীর ইনস্টাগ্রাম পোস্টে ভর্তি বেবি বাম্পের ছবি, সঙ্গে সন্তানের জন্য মিষ্টি শুভেচ্ছাবার্তা।
২০২১-এ কস্তুরীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন শুভাশিস। ইনস্টাগ্রামে তাঁদের একসঙ্গে অসংখ্য ছবি রয়েছে। খেলার মাঠেও সবসময় শুভাশিসের হয়ে গলা ফাটাতে হাজির থাকেন কস্তুরী।
স্বামী-স্ত্রী হিসাবে দীর্ঘ পথচলার পর এবার জীবনের আরেক অধ্যায় শুরু করছেন শুভাশিস-কস্তুরী। নতুন জীবনে আরও সুখী হোন তারকা ফুটবলার, শুভেচ্ছা জানাচ্ছেন নেটিজেনরা।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.