আকর্ষক প্রতিভা: বৈভব সূর্যবংশী: রাজস্থান রয়্যালসের চোদ্দ বছরের 'বালক বীর' তর্কাতীত ভাবে এবারের আইপিএলের শ্রেষ্ঠ উদীয়মান তারকা ব্যাটার। যিনি প্রথম আইপিএলেই ধুন্ধুমার ফেলে দিয়েছেন। মাত্র চোদ্দো বছরে তাঁর শটের পাওয়ার, অনুতোভয় মানসিকতা তাক লাগিয়ে নিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। আইপিএল অভিষেকে প্রথম বলটাই মাঠের বাইরে ফেলে শুরু করেন। বৈভব। পরবর্তীতে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে যান। রাজস্থানের হয়ে সমস্ত ম্যাচ খেলেননি বৈভব। সাতটা ম্যাচ খেলেছেন। রান করেছেন ২৫২। স্ট্রাইক রেট শুনবেন? ২০৬.৫।
প্রিয়াংশ আর্য: দিল্লি প্রিমিয়ার লিগ থেকে উঠে আসা এই বিস্ফোরক তরুণ ওপেনার নজর কেড়েছেন অষ্টাদশ আইপিএলে। অসম্ভব স্টাইলিশ এই বাঁহাতি ওপেনার বলকে যেমন সজোরে হিট করতে পারেন, তেমনই দারুণ প্লেসও করতে পারেন। ফাইনালের আগে পর্যন্ত ১৭ ম্যাচে তাঁর রান ৪৫১। সেঞ্চুরি একটা। স্ট্রাইক রেট ১৮৩।
দিগ্বেশ রাঠি: লখনউ সুপার জায়ান্টসের লেগস্পিনার প্রথমবার আইপিএল খেলতে এসে যত না বেশি বেলিংয়ে মাতিয়েছেন, তার চেয়ে অনেক বেশি নজর কেড়েছেন উইকেট পাওয়ার পর তাঁর উৎসব ভঙ্গিমায়। দিগ্বেশের 'নোটবুক সেলিব্রেশন' চর্চার বিষয় হয়ে গিয়েছিল এবার। তবে আচরণের কারণে বিতর্কেও জড়িয়েছেন তিনি।
দুই মেগা বিতর্ক: ইডেন থেকে তার প্রাপ্য দ্বিতীয় কোয়ালিফায়ার ও আইপিএল ফাইনাল ভারতীয় বোর্ডের সরিয়ে নেওয়া! বৃষ্টির কারণ দেখিয়ে যা হয়েছে আমেদাবাদে। অথচ গত ১ জুন দ্বিতীয় কোয়ালিফায়ারের দিন কলকাতায় বৃষ্টিই হয়নি। বরং আমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ার বৃষ্টিতে আক্রান্ত হয়।
রিটায়ার্ড আউট। এবারের আইপিএলে একাধিক টিমকে দেখা গিয়েছে ছন্দে না থাকা ব্যাটারদের রিটায়ার্ড আউট করিয়ে দিতে। যেমন চেন্নাই সুপার কিংস রিটায়ার্ড আউট করিয়ে দেয় ডেভন কনওয়েকে। মুম্বই ইন্ডিয়ান্স আবার একটা ম্যাচে তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করিয়ে দেয়।
সুপারহিট দুই: বিরাট কোহলি: স্বপ্নের ফর্মে রয়েছেন এবার তিনি। টুর্নামেন্টে ৬৫৭ রান করেছেন বিরাট, আটটা হাফসেঞ্চুরি সহ। পুরনো ফর্মের কোহলিকে দেখা গিয়েছে এবারের আইপিএলে।
সুপারহিট দুই: শ্রেয়স আইয়ার: ব্যাটিং হোক বা অধিনায়কত্ব, সব বিভাগেই মুগ্ধ করেছেন পাঞ্জাব কিংস অধিনায়ক শ্রেয়স আইয়ার। চোদ্দো বছর পর শ্রেয়াসেরই নেতৃত্বে আইপিএল ফাইনালে উঠেছিল পাঞ্জাব। যাকে পাঞ্জাব কিংস সংসারে ডাকাই হচ্ছে 'সরপঞ্চ' নামে।
অভূতপূর্ব মুহূর্ত: ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে আইপিএলের মাঝপথে বন্ধ হয়ে যাওয়া। দশ দিন স্থগিত থাকার পর আবার শুরু হয় টুর্নামেন্ট। সীমান্তে সংঘর্ষ বিরতির পরে। অতীতে কোভিডের কারণে আইপিএল মাঝপথে বন্ধ হয়েছিল। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে টুর্নামেন্ট স্থগিত হল এবারই প্রথম।
সেরা বিনোদন: রোবট সারমেয় 'চম্পক'। যত্র-তত্র-সর্বত্র যার বিচরণ তাকে প্লেয়ারদের মতোই তারকা করে দিয়েছে।
সুপারফ্লপ দুই: ভেঙ্কটেশ আইয়ার: গত নিলাম থেকে বিশাল ২৩.৭৫ কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কেকেআর। কিন্তু সম্পূর্ণ ব্যর্থ হন তিনি। ১১-টা ম্যাচ খেলে মাত্র ১৪২ রান করেন ভেঙ্কটেশ। শেষ দিকে বাদও পড়ে যান।
ঋষভ পন্থ: গ্রুপ পর্বের শেষ ম্যাচে লখনউ সুপার জায়ান্টস অধিনায়ক সেঞ্চুরি করেন বটে, কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। শেষ ম্যাচের আগেই বিদায় নিশ্চিত হয়ে গিয়েছিল লখনউয়ের। নিলাম থেকে ২৭ কোটি টাকা দিয়ে ঋষভকে কিনেছিল লখনউ। কিন্তু ১৪ ম্যাচ খেলে মাত্র ২৬৯ রান করেন তিনি।
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.