২০১৯ সালে করণ জোহরের হাত ধরে বলিউডে ডেবিউ হয় তারা সুতারিয়ার। তার আগে তিনি কেরিয়ার শুরু করেছিলেন গায়িকা হিসেবে।
অভিনয়ের পাশাপাশি তারা কিন্তু সোশাল মিডিয়াতেও বেশ ঝড় তোলে। তাঁর অনুরাগীর সংখ্যাও কম নয়। ফ্যাশনিস্তা হিসেবেও পরিচিত তারা।
কাজের ফাঁকে সময় পেলেই অভিনেত্রী চলে যান বেড়াতে। নিজের জন্য কিছুটা সময় বের করে নিতে কখনও ভোলেন না তিনি ।
এই মুহূর্তে মালদ্বীপের বুকে ছুটি কাটাতে ব্যস্ত তারা সুতারিয়া। ইনস্তাগ্রামে সেই ছুটি কাটানোর নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন তিনি নিজেই। কালো বিকিনিতে নজর কেড়েছেন অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন 'সপ্তাহান্তে ডলফিনদের আস্তানায়।'
গায়িকা হিসেবে কেরিয়ার শুরু করলেও গ্ল্যামার দুনিয়ার টান আমোঘ। সেই টানেই ক্যামেরার সামনে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ তারা সুতারিয়ার।
বলিউডের স্টারকিডদের সঙ্গে সর্বদা ওঠাবসা তারার। সুহানা, সানায়া থেকে আরিয়ান খান, অনন্যা পাণ্ডে সকলের সঙ্গেই তাঁর সদ্ভাব।
গত মাসেই নিজের প্রেমের সম্পর্কে সিলমোহর দিয়েছেন তারা। গণেশ চতুর্থীতে বীর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কে সিলমোহর দিয়েছেন তারা সুতারিয়া।
সোশাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নেওয়ার পরই তারকা থেকে আমজনতা শুভেচ্ছা জানিয়েছিলেন জুটিকে। (ছবি: ইনস্টাগ্রাম)
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.