Advertisement
Advertisement
Probashe Durga Puja

সুইডেনেও থিম পুজো, দর্শনার্থীদের মন টানতে এবার কী ভাবনা প্রবাসী বাঙালিদের?

সুইডেন থেকে কলম ধরলেন চান্দ্রেয়ী মুখোপাধ্যায়।

বাংলার আকাশ জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। বিদেশে থাকা বাঙালিরাও অপেক্ষায় থাকেন এই দুর্গাপুজোর জন্য। সুইডেনেও কর্মসূত্রে বাঙালিরা থাকেন।

বেঙ্গলি ফ্যামিলিয়ন আয়োজিত দুর্গোৎসব এবার পা দিল দ্বিতীয় বর্ষে। দক্ষিণ সুইডেনের লুন্ড শহরে কর্মসূত্রে কিছু বাঙালি পরিবার থাকে। হাতেগোনা কিছু বাঙালিদের নিয়ে গত বছর তৈরি হয়েছিল এই পুজো কমিটি।

দ্বিতীয় বর্ষ এবারের পুজোর। এবার পুজোর থিম রাখা হয়েছে ‘পক্ষ’। ইতিমধ্যেই পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে।

বাঙালিদের উদ‍্যোগে এই পুজো আয়োজন হলেও অন্যান্য প্রান্তের মানুষজনের সমাগম হয় সেখানে। সকলেই মেতে ওঠেন পুজোর দিনে।

বিদেশের সঙ্গে ভারতের সময় আলাদা। তা সত্ত্বেও দেশের নির্ঘণ্ট মেনে হয় এই পুজো।

অষ্টমী থেকে দশমী দেবী দুর্গার পুজোয় শামিল হন সকলে। সঙ্গে থাকে খাওয়াদাওয়া।

সামনেই মহালয়া। হাতে গোনা আর কয়েকটা দিন বাকি পুজো শুরুর। ইতিমধ্যেই পুজোর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে।

রঙিন কাগজ, শোলা, জড়ি-সহ একাধিক জিনিস দিয়ে তৈরি করা হয় দেবীমঞ্চ-সহ পুজোর জায়গা।

প্রতিটা মানুষের ইচ্ছে, উদ‍্যোগ ও ভালোবাসায় মোড়া থাকে সেই মুহূর্ত। ভোগের কাজে হাত লাগান বাঙালি মহিলারা।