সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সব থানার আইসিদের বিজয়ায় শুভেচ্ছাপত্র পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। করোনার বিরুদ্ধে আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন এই ফ্রন্টলাইন করোনা যোদ্ধারা। রাতদিন এক করে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সংক্রমিতও হচ্ছেন। তাঁদের সেই লড়াইকে কুর্নিশ জানাতেই এই এই শুভেচ্ছাপত্র পাঠানোর সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী।
প্রতিবারই বিজয়ায় বিশিষ্টজনেদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু চলতি বছরে করোনা সেসব কাঁটা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই এবছর পুলিশ কর্মীদের পাশাপাশি রাজ্যের স্বনামধন্য ব্যক্তিত্বদের কাছেও পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর এই শুভেচ্ছাপত্র, বিজয়ার মিষ্টি। শুধু মুখ্যমন্ত্রী হিসেবেই নয়, তৃণমূল সুপ্রিমো হিসেবেও অনেককে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এবছর এভাবেই জনসংযোগ সারলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী।
এর আগেই দশমীর দিন রাজ্যবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিষাদ ভুলে আগামী বছরের জন্য দিনগোনা শুরু করার কথা বলেছিলেন।
বাংলার মা, মাটি, মানুষকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই প্রণাম, ছোটদের ভালোবাসা। মায়ের এবার যাওয়ার পালা। বিষাদের সুরে, মিষ্টিমুখে আসুন সকলে বলি, আসছে বছর আবার হবে।
— Mamata Banerjee (@MamataOfficial)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.