বাঙালির শ্রেষ্ঠ উৎসব - দুর্গাপুজো।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বছর ঘুরে আবার চলে এল দুর্গাপুজো। বাকি আর মাত্র কয়েকটা দিন। তারপরই উমা আসবে ঘরে। উৎসবে মেতে উঠবে আপামর বাঙালি তথা ভারতবাসী। আগামী ২৫, রবিবার সেপ্টেম্বর মহালয়া ( Mahalaya)। ৩০ সেপ্টেম্বর, শুক্রবার পঞ্চমী। ১, ২, ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী। ৫ অক্টোবর দশমীতে মা’কে বরণ করে জানাতে হবে বিদায়। তারপর আবার একটা বছরের অপেক্ষা।
এবার দেবী দুর্গা (Durga Puja 2022) আসছেন হাতির পিঠে চড়ে। অর্থাৎ গজে আগমন। শস্যপূর্ণ হবে এই বসুন্ধরা। ফেরা নৌকায়। এর অর্থ অবশ্য প্লাবনের আশঙ্কা। প্রচুর বৃষ্টি হওয়ার সম্ভাবনা। হতে পারে বন্যাও। তবে পুজোর তিথি কখন শুরু। কতক্ষণ থাকবে অমাবস্যা? সন্ধিপুজোই বা কখন শুরু, কোন সময়ের মধ্যে শেষ করতে হবে দশমীর পুজো? পঞ্জিকা মত অনুযায়ী তুলে ধরা হল বিস্তারিত সময়সূচি।
দুর্গাপুজো ২০২২-এর নির্ঘণ্ট:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.