সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। রাতের আকাশে আলো ছড়াবে রক্তবর্ণ চাঁদ। রবিবার রাত প্রায় ৯টা থেকে রাত আড়াইটে পর্যন্ত রাতের আকাশে উদয় হবে রক্তবর্ণ চন্দ্র। আকাশ পরিষ্কার থাকলে ভারত-সহ একাধিক জায়গা থেকে খোলা চোখে দেখা যাবে ‘ব্লাড মুন’, এমনই জানাচ্ছেন বিজ্ঞানীরা।
জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন। নইলে হতে পারে বিপদ। জেনে নিন কী কী করবেন আর কী ভুলেও করবেন না।
কী করবেন না:
* গ্রহণের সময় বাইরে কোথাও না যাওয়াই ভালো। নিজের ঘরে থাকুন। তবে ভুলেও শোবেন না।
* গ্রহণের সময় খাওয়াদাওয়া করবেন না। এমনকী খাবার তৈরির প্রস্তুতিও না নেওয়াই উচিত। কারণ, এই সময় ছুঁরি, কাঁচিতে হাত দিলে বিপদ হতে পারে।
* এই সময় শৌচালয়ে যাবেন না। স্নান তো দূর অস্ত, মলমূত্রও ত্যাগ না করাই ভালো।
* পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় দাঁত মাজবেন না। চুল, দাড়ি আঁচড়াবেন না। কাটবেনও না।
* খালি চোখে গ্রহণ দেখবেন না। তাতে চোখের ক্ষতি হতে পারে।
* গ্রহণের সময় গায়ে গয়নাগাটিও পরে না থাকাই ভালো বলে মনে করেন জ্যোতিষ শাস্ত্রবিদরা।
* পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পুজো করবেন না।
কী করবেন:
* গ্রহণের সময় বাড়িতে থাকা খাবার এবং জলে তুলসি পাতা দিয়ে রাখুন।
* গ্রহণের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে ‘গোপাল মন্ত্র’ জপ করতে পারেন।
যদিও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এমনিতে বিরল কোনও ঘটনা নয়। পৃথিবীর আহ্নিক গতি-বার্ষিক গতির জেরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ঘটনা ঘটে। কিন্তু তার জন্য চাঁদের রূপবদল, রক্তবর্ণ হয়ে ওঠা, এ বিরল। ভারত থেকে ঠিক কোন সময় সবচেয়ে সুন্দর দেখাবে পৃথিবীর উপগ্রহকে, তার বিস্তারিত সময়সীমাও জানিয়েছেন বিজ্ঞানীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.