Advertisement
Advertisement
Tarapith Temple

ফলের মুকুট-মালায় সেজেছেন মা তারা, ফলহারিণী অমাবস্যায় রাতভর ভক্তদের ঢল তারাপীঠে

কেন ফল দিয়েই সাজানো হয় দেবী তারাকে?

Crowd in Tarapith Temple on auspicious Falaharini kali puja

তারাপীঠে মা তারার মুকুট থেকে গলার মালা সবটাই ফলের। ছবি: সুশান্ত পাল

Published by: Paramita Paul
  • Posted:May 26, 2025 10:21 pm
  • Updated:May 26, 2025 10:21 pm  

নন্দন দত্ত, সিউড়ি: আজ ফলহারিণী অমাবস্যা। সোমবার সকাল থেকেই তারাপীঠে সাজ সাজ রব। ফল দিয়ে তারা মায়ের আরাধনা সারছেন ভক্তরা। তাঁদের একটাই প্রার্থনা, ‘মা তুমি আমার কুফল নিয়ে সুফল আমাকে দাও।’ তবে বিশেষ পুজো হবে রাতে। তবে শুধু তারাপীঠ নয়, এদিন অন্যান্য মন্দিরেও দেবীকে ফল উৎসর্গ করেন ভক্তরা। 

সকাল থেকেই তারাপীঠে সাজ সাজ রব। ছবি: সুশান্ত পাল

 

জৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই অমাবস্যা তিথিতেই হয় ফলহারিণী কালীপুজো। এদিন দেবীকে মরশুমি ফল দিয়ে সাজানো হয়। ভক্তরা পাঁচটি বা ন’টি ফল দিয়ে পুজো দিয়েছেন। রাতে মায়ের মুকুট থেকে গলার মালা সবটাই হয়েছে ফলের।

এদিন দেবীকে মরশুমি ফল দিয়ে সাজানো হয়। ছবি: সুশান্ত পাল

 

সকাল থেকেই ‘জয় মা তারা, জয় মা তারা’ ধ্বনিতে মুখরিত মায়ের মন্দির। যাতে প্রত্যেকে সুষ্ঠভাবে পুজো দিতে পারে মন্দির কমিটি এবং তারামাতা সেবাইত সংঘ থেকে পুলিশ, প্রশাসন, স্বেচ্ছাসেবীরা সকলেই সতর্ক।

 

কৌশিকী অমাবস্যার পর এই ফলহারিণী অমাবস্যাতে সবচেয়ে বেশি ভিড় হয় তারাপীঠে। ছবি: সুশান্ত পাল

 

এই অমাবস্যা তিথিতে মা তারাকে দু’বার অন্নভোগ দেওয়া হয়। রাতের ভোগ, বিশেষ ভোগ। খিচুড়ি ও অন্যান্য ভোগের সঙ্গে ফল দেওয়া হচ্ছে। 

তারাপীঠে মা তারার মুকুট থেকে গলার মালা সবটাই ফলের। ছবি: সুশান্ত পাল

 

কৌশিকী অমাবস্যার পর এই ফলহারিণী অমাবস্যাতে সবচেয়ে বেশি ভিড় হয় তারাপীঠে। গভীর রাত পর্যন্ত মন্দিরে চলে পুজো। ভিড় থাকে শ্মশানেও। সেখানেও তন্ত্রসাধনা চলে।

গভীর রাত পর্যন্ত মন্দিরে চলে পুজো। ছবি: সুশান্ত পাল

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement