সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমুদ্র মন্থনে উঠে আসে গরল! কোনও দেবতা তা গ্রহণের সাহস দেখাননি। এগিয়ে আসেন দেবাদিদেব মহাদেব। পান করেন বিষ। রক্ষা পায় সৃষ্টি। তাঁর নাম হয় নীলকণ্ঠ। সমুদ্র মন্থন হয় শ্রাবণ মাসেই। তাই ভক্তরা এই শ্রাবণেই মহাদেবের পুজো করেন। মহাদেবের জল ঢালেন।
মনে করা হয় মহাদেবের পুজো করলে তাঁর কৃপায় সুখ-সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার। কিন্তু ভুল করলে মহাবিপদ। ভাবছেন প্রতি সোমবার শিবের আরাধনা করবেন। কিন্তু ভুলেও করবেন না এই সাতটি ভুল। তাহলেই সর্বনাশ!
১. স্নান না করে পুজো করবেন না। শ্রাবণ মাস হিন্দুধর্মে পবিত্র মাস। এই সময়কালে মহাদেবের পুজো করলে সব আশা পূর্ণ হয় বলেই বিশ্বাস। তবে স্নান না করে ভুলেও মহাদেবের পুজো করবেন না।
২. সোমবার কোনও কালো পোশাক পরবেন না। কালো রংকে অশুভ বলে বিবেচনা করা হয়। যেহেতু শ্রাবণ মাসের সোমবার পবিত্র তাই কালো রং পরিধান করবেন না। প্রতি সোমবার হালকা রংয়ের পোশাক পরেই মহাদেবের পুজো করুন।
৩. দেরি করে ঘুম থেকে উঠবেন না। বিশ্বাস করা হয় দেরি করে বিছানা ছাড়লে নেগেটিভ শক্তি বাসা বাঁধে শরীরে। তাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ধ্যান করুন। মহাদেবের আর্শীবাদ পাবেন।
৪. মহাদেবের পুজোয় হলুদের ব্যবহার করবে না। শ্রাবণ মাসে মহাদেবের পছন্দের জিনিস দিয়েই পুজো করার চেষ্টা করুন।
৫. মন্ত্র জপের সময় অতিরিক্ত সজাগ থাকুন। শান্তমনে মন্ত্র জপ করবেন। মনে অস্থিরতা ঝেড়ে ফেলেই মহাদেবের মন্ত্রজপ করুন।
৬. ব্রত পালন করলে তা পুজো দিয়েই শেষ করুন। মাঝপথে ব্রত ভঙ্গ করবেন না।
৭. মহাদেবের পুজোয় ভুল করেও তুলসী পাতার ব্যবহার করবেন না। হিন্দু শাস্ত্র অনুযায়ীই, তুলসী ছিলেন জলন্ধর নামের এক অসুরের স্ত্রী। শিবের সঙ্গে যুদ্ধে তুলসীর স্বামী মারা যান। শিবকে দেবী তুলসী অভিশাপ দিয়েছিলেন শিবের পুজোয় কখনও তুলসী পাতা ব্যবহার করা হবে না। তাই ভুল করেও শিবের পুজোয় তুলসী পাতার ব্যবহার করবেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.