Advertisement
Advertisement
Durga Puja 2025

সৌভাগ্যের দেবী লক্ষ্মীকে একদা প্রবেশ করতে হয়েছিল সমুদ্রগর্ভে! পুরাণে রয়েছে এক আশ্চর্য কাহিনি

সমুদ্রমন্থনের সময়ই বিষ্ণু ফিরে পেয়েছিলেন লক্ষ্মীকে।

Durga Puja 2025: Goddess Lakshmi once entered the cosmic ocean, know the mythological story
Published by: Buddhadeb Halder
  • Posted:October 4, 2025 7:50 pm
  • Updated:October 4, 2025 7:50 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুর্গাপুজোর বিসর্জনের বাদ্যি বেজে ওঠার সঙ্গে সঙ্গেই অপেক্ষা শুরু হয় গৃহস্থের। দুর্গাপুজো মিটে এবার কোজাগরী লক্ষ্মীপুজো। আশ্বিন মাসের পূর্নিমা তিথিতে এই পুজো হওয়ায় একে কোজাগরী লক্ষ্মীপুজো বলা হয়। এবছর লক্ষ্মীপুজো পড়েছে আগামী ৬ অক্টোবর ২০২৫ সোমবার। সমুদ্রমন্থন করে একদা যে দেবীকে ফিরে পেয়েছিলেন দেবতারা, সেই সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী পূজিতা হবেন ঘরে ঘরে। কিন্তু কেন মা লক্ষ্মী স্বর্গভ্রষ্ট হয়েছিলেন? কেনই বা তাঁকে আশ্রয় নিতে হয়েছিল সমুদ্রগর্ভে? চলুন জেনে নেওয়া যাক সেই পৌরাণিক কাহিনি।

Advertisement

Durga Puja 2025: Goddess Lakshmi once entered the cosmic ocean, know the mythological storyএকদা স্বর্গচ্যূত হতে হয়েছিল দেবী লক্ষ্মীকে। অবশ্য এর পিছনে ছিল দুর্বাসা মুনির অভিশাপ। একবার দুর্বাসা পারিজাত ফুলের মালা উপহার দিয়েছিলেন ইন্দ্রকে। কিন্তু দেবরাজ সেই মালা নাকি ঐরাবতের দিকে ছুড়ে দেন। আর ঐরাবতও সেই মালা নিজের পায়ে দলে দেয়। স্বাভাবিক ভাবেই এমন বিষয়কে ভালো ভাবে নেননি দুর্বাসা। তার উপরে তাঁর মেজাজও যে বিশেষ সুবিধার নয় সেকথা সকলেরই জানা! তিনি বেজায় ক্ষেপে গেলেন। আর দিয়ে বসলেন অভিশাপ। কিন্তু কাকে? না লক্ষ্মীকে। আসলে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন, স্বর্গ এবার লক্ষ্ণীহীন হয়ে পড়ুক। ফলে একদিকে যেমন স্বর্গ তার জৌলুস হারাল, অন্যদিকে মা লক্ষ্মীর স্থান হল সমুদ্রগর্ভে।

এর পরই শুরু হয় সমুদ্রমন্থন। যাকে ঘিরে দেবতাকুল ও অসুরদের মধ্যে লেগে যায় তুলকালাম কাণ্ড। সমুদ্রমন্থনেই উঠেছিল গরল ও অমৃত। উঠেছিল নানা মণিমানিক্যের সম্ভার। এর মধ্যে অমৃত নিয়ে প্রবল টানাটানির গল্প আমাদের সকলেরই জানা। রাহু ও কেতু দেবতা সেজে অমৃত খেতে গিয়ে কী নাকাল হয়েছিল তার সঙ্গে জড়িয়ে রয়েছে গ্রহণের পৌরাণিক ব্যাখ্যাও। আর এসবের পাশাপাশি এই সমুদ্রমন্থনের সময়ই বিষ্ণু ফিরে পেয়েছিলেন লক্ষ্মীকে।

Durga Puja 2025: Goddess Lakshmi once entered the cosmic ocean, know the mythological story

আবার স্কন্দ পুরাণ অনুসারে, নারায়ণকে স্বামী হিসেবে পেতে লক্ষ্মী সমুদ্রের গর্ভে প্রবেশ করে বছরের পর বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন। আর সেই সময় বহু দেবতাই ছদ্মবেশে লক্ষ্মীর সামনে আসেন। কিন্তু লক্ষ্মী তাঁদের বিশ্বরূপ দেখাতে বলেন। স্বাভাবিক ভাবেই যা কেবল বিষ্ণুই দেখাতে পারেন। ফলে অন্য দেবতারা রণে ভঙ্গ দেন সহজেই। শেষপর্যন্ত দেখা দেন নারায়ণ। তাঁর সঙ্গেই বিয়ে হয় লক্ষ্মীর।

অবশ্য পৌরাণিক উপাখ্যানে যাই থাকুক না কেন, লক্ষ্মীর সবচেয়ে বড় পরিচয় তিনি মা দুর্গার সন্তান। যিনি কয়েকদিন আগেই সপরিবারে ঘুরে গিয়েছেন। এবার তাঁর একাই পূজিতা হওয়ার পালা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ