Advertisement
Advertisement
Durga Puja 2025

বাড়িতে অশান্তি? মহানবমীতে এই কাজগুলি করলে মিলতে পারে রেহাই

জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, মহানবমীতে কয়েকটি নিয়ম মানলে পেতে পারেন দুর্গার কৃপা।

Durga Puja 2025: Here are some important to do list for Maha Navami
Published by: Sayani Sen
  • Posted:September 30, 2025 5:22 pm
  • Updated:September 30, 2025 5:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিটি পরিবারেই ঝগড়াঝাটি হয়। তবে তা বড়সড় অশান্তির রূপ নিলেই চিন্তার বিষয়। তার ফলে পারিবারিক শান্তি, সুমধুর সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, মহানবমীতে কয়েকটি নিয়ম মানলে পেতে পারেন দুর্গার কৃপা। আর তার ফলে পারিবারিক অশান্তি থেকে রেহাই পেতে পারেন। তাই চলুন জেনে নেওয়া যাক মহানবমীতে কোন কোন নিয়ম মেনে চলা উচিত।

Advertisement

* মহানবমীতে ভোরবেলা ঘুম থেকে উঠুন। ঘর পরিষ্কার করে নিন।
* এবার স্নান সেরে শুদ্ধবস্ত্র পরুন। মহানবমীতে সাদা এবং কালো শাড়ি পরবেন না। উজ্জ্বল বেগুনি রঙের পোশাক পরুন।
* নবমীতে দেবীকে ৯ রকম ফল দিয়ে পুজো দিন। সঙ্গে মিষ্টি অর্পণ করতে পারেন।
* ১০৮টি বেলপাতাও দিতে পারেন দেবীদুর্গাকে।
* নবমীতে অপরাজিতা এবং পদ্মফুল দিয়ে অঞ্জলি দিন।
* নবমীর দিন অবশ্যই প্রতিমার হোম এবং আরতিতে অংশ নিন। হোমের ছাই বাড়িতে নিয়ে আসুন।
* বাড়িতে এই সময় শঙ্খ এবং ফিটকিরি কিনে আনুন। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, পারিবারিক অশান্তি তাতে দূর হবে।
* অবশ্যই ন’মুখী রুদ্রাক্ষ কিনে বাড়িতে রাখুন। পারলে একবার দেবীপ্রতিমা পা স্পর্শ করে নিন।
* দেবীর পায়ে ছোঁয়ানো হলুদ রঙের সুতো হাতে বাঁধতে পারেন। তাতেও পারিবারিক অশান্তি দূর হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ