Advertisement
Advertisement
Durga Puja 2025

সংসারে শ্রীবৃদ্ধি চান? মহাসপ্তমীতে এই কাজগুলি করতে ভুলবেন না

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই নিয়মগুলি মানতে ভুলবেন না। 

Durga Puja 2025: Here are some to do list on Maha Saptami for good luck
Published by: Sayani Sen
  • Posted:September 28, 2025 7:49 pm
  • Updated:September 28, 2025 7:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর্থিক সংকট কেটে যাক। উন্নতি হোক। সংসারের শ্রীবৃদ্ধি হোক, তা চান সকলেই। আপনিও নিশ্চয়ই ব্যতিক্রম নন। জ্যোতিষ শাস্ত্রবিদদের মতে, এদিন কয়েকটি কাজ করলে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া সম্ভব। হতে পারে সংসারের শ্রীবৃদ্ধি। জেনে নেওয়া যাক মহাসপ্তমীতে ঠিক কী করা উচিত।

Advertisement

* সপ্তমীতে আলস্য ত্যাগ করে ভোরবেলা ঘুম থেকে উঠুন।
* যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পরিষ্কার করে ফেলুন।
* এবার স্নান সেরে নিন। শুদ্ধবস্ত্র পরুন। মহাসপ্তমীতে নীল, গোলাপি রঙের পোশাক পরতে পারেন। কালো কিংবা সাদা রঙের পোশাক না পরাই ভালো।
* শুদ্ধবস্ত্র পরে কোনও দুর্গামণ্ডপে যান। সাতবার দুর্গামণ্ডপটিকে প্রদক্ষিণ করুন।

Durga Puja 2025: Here are some important facts about Maha Sasthi* দেবীকে পুজো দিতে পারেন। একটি মাটির ঘট নিন। ভর্তি করে গঙ্গাজল ঢালুন। তাতে দিন যব, সিদ্ধি ও সাতটি দুর্বা। সঙ্গে পানও দিতে পারেন।
* প্রসাদ হিসাবে সাতটি লাড্ডু নিবেদন করতে পারেন। ওই লাড্ডুগুলির উপর সাতটি লবঙ্গ গেঁথে দিন।
* শাড়ি দিয়ে পুজো দিতে চাইলে বাছুন লাল পাড় সাদা শাড়ি। আর অবশ্যই সঙ্গে আলতা, সিঁদুর দিতে ভুলবেন না।
* প্রতিদিন সকাল ও সন্ধ্যায় বাড়িতে সিংহাসনে ধূপ, প্রদীপ জ্বালান।
* সন্ধ্যায় বাড়ি অন্ধকার রাখবেন না। আলো জ্বেলে দিন।
* সামর্থ্য অনুযায়ী দানধ্যান করতে পারেন। বিশেষত শিশু এবং বৃদ্ধ-বৃদ্ধাদের দানধ্যান করুন।

জ্য়োতিষ শাস্ত্রবিদদের মতে, উপরোক্ত নিয়মগুলি মানলে উন্নতি হবে আপনার। সংসারের শ্রীবৃদ্ধি হবে। অর্থ সংকট ঘুচবে সহজেই। আবার চাকরিপ্রার্থীরাও দ্রুত চাকরি পেতে পারেন।  তাই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী এই নিয়মগুলি মানতে ভুলবেন না। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ