Advertisement
Advertisement
Durga Puja Lifestyle

মহালয়ায় ভুলেও করবেন না এই কাজগুলি, ঘনাতে পারে বিপদ!

মহালয়ার কিছু কাজকে শুভ বলেও ধরা হয়।

Durga Puja Lifestyle: Activities to avoid during Mahalaya
Published by: Subhankar Patra
  • Posted:September 18, 2025 8:36 pm
  • Updated:September 18, 2025 9:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহালয়া শুভ নাকি অশুভ? প্রতিবার এই দিনটা এগিয়ে এলেই তর্কটা জোরদার হয়ে ওঠে সোশাল মিডিয়া থেকে চায়ের দোকান- সর্বত্র। অনেকেই বলেন মহালয়া শুভ। আবার অন্যপক্ষের দাবি দিনটি ঠিক শুভ নয়। তবে যেটাই ঠিক হোক,  এদিন কয়েকটি কাজ করলে আপনার জীবনে ঘনিয়ে আসতে পারে দুর্যোগ। এমনটাই দাবি বহু জ্যোতিষীর। তাঁদের পরামর্শ, মহালয়ার দিন ভুলেও করবেন না এই কাজগুলি। Durga Puja Lifestyle: Activities to avoid during Mahalaya

Advertisement

করবেন না কোন কাজগুলি?

১. বহু জ্যোতিষীদের মতে, এদিনটায় বাড়িতে কোনও শুভ কাজ না করাই ভালো। অর্থাৎ কোনও বিয়ে অথবা গাড়ি-বাড়ি কেনার পরিকল্পনা করবেন না।

২. আবার এইদিন ক্ষৌরকর্ম অর্থাৎ চুলদাড়ি কাটা উচিত নয়। তবে যিনি তর্পণ করবেন এটা কেবল তাঁর ক্ষেত্রেই প্রযোজ্য। পাশাপাশি ধূমপান কিংবা মদ্যপানও করা চলবে না।

৩. এদিন আমিষ খাবেন না। নিরামিষই খান। এমনকী, প্রিয়জনের ছবির সামনেও আমিষ খাবার দেবেন না। কাউকে ধার দেবেন না। মাটিতে গর্তও খুঁড়বেন না।

৪. খেয়াল রাখবেন, আজ যেন কোনও ভিক্ষুক খালি হাতে না ফিরে যান। তাঁকে অবশ্যই কিছু না কিছু দিন। সেই সঙ্গেই গরিব মানুষদের বস্ত্র বা খাদ্য দান করলেও তা শুভ বলে ধরা হয়।

তবে এ তো গেল কী কী করবেন না। মহালয়ার কিছু কাজকে শুভ বলেও ধরা হয়। যা করলে আপনি আপনার পূর্বপুরুষের আশীর্বাদ পেতে পারেন। দাবি জ্যোতিষীদের। 

Durga Puja Lifestyle: Activities to avoid during Mahalaya

এবার জেনে নেওয়া যাক মহালয়ায় কোন কাজ অবশ্যই করা উচিত:

১. বেশ ভোরবেলা এদিন ঘুম থেকে উঠে পড়ুন।

২. পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ যাঁরা করবেন তাঁরা অবশ্যই ধুতি পরবেন। পারলে ভোরবেলাই যান গঙ্গার ঘাটে। অবশ্যই খালিপেটে তর্পণ করবেন।

৩. যাঁরা তর্পণ করতে পারবেন না, তাঁরা পিতৃপুরুষের ছবিতে মাল্যদান করে প্রিয় খাবার দিতে পারেন।

৪. পারলে এই দিনটিতে দানধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement