সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবণ মাসকে বলা হয় শিবের মাস। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই মাস অত্যন্ত পবিত্র। ভক্তরা মনে করেন, শ্রাবণ মাসে ভক্তিভরে মহাদেবের আরাধনা করলে বাবা ভোলেনাথ প্রসন্ন হন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন তিনি। তবে বিভিন্ন কারণে এই ব্যস্ত জীবনে অনেকেই নিয়ম মেনে উপবাস রেখে শ্রাবণের ব্রত পালন করে উঠতে পারেন না। তার জন্য অবশ্য মনকষ্টে ভোগার দরকার নেই। শ্রাবণে নিরামিষ খেয়ে কিংবা উপবাস করে সোমবার বাবার মাথায় জল ঢাললেই যে তিনি সন্তুষ্ট হবেন, এমনটা নয়। আপনার সাধ্যমতো আপনি যেভাবে যতটুকু তাঁকে নিষ্ঠাভরে সেবা করবেন, সেটুকুতেই তিনি সন্তুষ্ট হবেন।
অবশ্য যাঁরা এখনও শ্রাবণের ব্রত পালন করে উঠতে পারেননি, তাঁদের জন্য রয়েছে শ্রাবণের শেষ সোমবার। ১১ই আগস্ট সোমবার হল সেই দিন। এদিন মেনে চলুন বিশেষ কিছু টোটকা। তাতে সংসারে শান্তি ও সমৃদ্ধি বাড়বে।
শ্রাবণের শেষ সোমবার কী কী করবেন?
(১) সন্ধ্যাবেলা স্নান করে কাচা জামাকাপড় পড়ুন।
(২) ঘিয়ের প্রদীপ জ্বালান। তার মধ্যে দিন কর্পূর ও লবঙ্গ। এরপর শিবের পুজো শুরু করুন।
(৩) দুধের মধ্যে চন্দন, ঘি, মধু মিশিয়ে ঘরে থাকা শিবলিঙ্গের মাথায় ঢালুন। সেই সঙ্গে দেবাদিদেবকে নিজের মনস্কামনা জানান।
(৪) ঘরে ধুনো দিতে ভুলবেন না যেন! ধুনো দেওয়ার সময় অবশ্যই তাতে কর্পূর, চন্দনের গুঁড়ো ও শুকনো গাঁদা ফুল দিন।
(৫) এই দিন রাতে সাবু, ফলমূল বা নিরামিষ খাবার খান। সিদ্ধ ভাত বা লুচিও খেতে পারেন। বাড়িতে থাকা নুন খাবেন না। একান্ত প্রয়োজনে সৈন্ধব লবন ব্যবহার করতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.