Advertisement
Advertisement
Ganesh chaturthi 2024

বাড়িতে গণেশ পুজো করছেন? জেনে নিন কী করবেন, কী করবেন না

আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করতে চান তবে একটি নতুন মূর্তি কিনে আনুন।

Ganesh chaturthi 2024: Do and Dont of Ganesh chaturthi
Published by: Akash Misra
  • Posted:September 5, 2024 12:35 pm
  • Updated:September 5, 2024 12:35 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার শুক্র ও শনিবার দুদিনেই পালিত হবে গণেশ চতুর্থী। পঞ্জিকা মতে, এদিন গণেশ পুজোর শুভ তিথি শুরু হবে শুক্রবার দুপুর ৩ টে থেকে শনিবার বিকেল ৫.৩৭ পর্যন্ত। ইতিমধ্যেই গণেশ পুজো (Ganesh Puja) নিয়ে নানা প্ল্যান নিশ্চয়ই তৈরি। কিন্তু জানেন কি? গণেশ পুজোয় কিছু নিয়ম না মানলে তুষ্ট হবেন না গণেশ।

Advertisement

রসুন এবং পিঁয়াজ এমন জিনিস যা প্রায় প্রতিটি ভারতীয়দের বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত হয়। যদি আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠিত হয়, তবে আপনার বিশেষভাবে মাথায় রাখতে হবে যে ওই দিন গণেশের ভোগ তৈরি করার সময় রসুন এবং পিঁয়াজ ব্যবহার এড়ানো উচিত।

গণেশ পুজোয় একেবারেই তুলসী ব্যবহার করা যাবে না। গণেশ পুজোয় তুলসী ব্যবহার করলে শুভ ফল পাওয়া যায় না।

[আরও পড়ুন: কোন বয়সে বিয়ে হলে বাড়বে পুরুষদের আয়ু? গবেষণায় এল অবাক করা তথ্য]

আপনার বাড়িতে গণেশ প্রতিষ্ঠা করতে চান তবে একটি নতুন মূর্তি কিনে আনুন। আর পুরনো মূর্তি থাকে তবে তা বিসর্জন করুন। এছাড়াও মনে রাখবেন বাড়িতে গণেশের দুটি মূর্তি রাখা উচিত নয়।

ভগবান গণেশের মূর্তির কাছে সব সময়ই প্রদীপ বা আলো জ্বালিয়ে রাখুন। ঘরের বাইরে গেলে অবশ্যই ঠাকুরের ঘরে আলোর সুব্যবস্থা করে রাখুন। অন্ধকারে ভগবানের মূর্তি দেখা শুভ বলে মনে করা হয় না।

দেবতার পুজোয় কালো এবং নীল পোশাক পরা উচিত নয়। গণেশের পুজোতেও কালো এবং নীল রঙের পোশাক পরবেন না।

[আরও পড়ুন: চেনা ডিম খান ভিনস্বাদে, মালাইকারি থেকে ইজরায়েলের শাকসুকার রেসিপি ]

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ