Advertisement
Advertisement
Rakhi Purnima 2025

ভাইকে রাখি বাঁধার আগে এই কাজটি করতেই হবে, নইলে হতে পারে ঘোর বিপদ

রাখি বাঁধার পর সন্ধেয় কোন কাজ করা প্রয়োজন?

Here are seven things to know before Rakhi Purnima 2025
Published by: Sayani Sen
  • Posted:August 8, 2025 6:10 pm
  • Updated:August 8, 2025 6:10 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাখি বন্ধন কেবল একটি উৎসব নয়, বরং মানব সম্পর্কের আত্মিক গভীরতা, সুরক্ষা ও পারস্পরিক ভালোবাসার এক পবিত্র বন্ধন। এদিন বোনেরা ভাইদের হাতে রাখি পরিয়ে তাঁদের নীরোগ ও সুস্থ জীবন কামনা করেন। রাখি বাঁধার আগে বেশ কয়েকটি নিয়ম পালন করা প্রয়োজন। নইলে হতে পারে ঘোর বিপদ।

Advertisement

* রাখিপূর্ণিমার দিন ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন। ঘর পরিষ্কার করে নিন। এবার স্নান সারুন।
* স্নান সেরে শুদ্ধবস্ত্র পরুন। অবশ্যই লাল, হলুদ, নীল কিংবা সাদা রঙের পোশাক পরুন। ভুলেও কালো বস্ত্র পরবেন না।
* পরিবারের সকলের মঙ্গল কামনায় শুদ্ধবস্ত্র পরে সূর্য নমস্কার করুন।
* সূর্য নমস্কারের পর কাক, পায়রা দেখলে খেতে দিন। কোনও দরিদ্র মানুষকে দানধ্যানও করতে পারেন।
Rakhi* কোনও অশ্বত্থ গাছের গোড়ায় কাঁচা দুধ ও গঙ্গাজল নিবেদন করতে পারেন। তাতে দ্রুত শ্রীবৃদ্ধি হবে সংসারের। দাম্পত্য সম্পর্কেরও উন্নতি হবে।
* শাস্ত্রজ্ঞদের মতে, ভাইয়ের হাতে রাখি পরানোর আগে অবশ্যই বজরংবলির মন্দিরে যাওয়া প্রয়োজন। তাঁকে প্রথমেই লাল রঙের রাখি পরান। বজরংবলির পায়ে স্পর্শ করা রাখি ভাইয়ের হাতে বাঁধুন। তাতে দেখবেন ভাইয়ের দ্রুত উন্নতি হবে। হবে শ্রীবৃদ্ধি।
* রাখি বাঁধার পর সন্ধেয় ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালান। কর্পূরের আরতি করতে পারেন।
Rakhi পঞ্জিকা মতে, শ্রাবণী পূর্ণিমা তিথিতেই প্রতিবছর রাখি বন্ধন উৎসব পালিত হয়ে থাকে। একারণে অনেকে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলে থাকেন। ৯ আগস্ট শনিবার সকাল ৫টা ৪৭ মিনিট থেকে দুপুর ১টা ২৪ মিনিটের মধ্যে রাখি বন্ধনের শুভ মুহূর্ত রয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ