Advertisement
Advertisement
Shani Puja

সংসারের কল্যাণ কামনায় মহিলারা শনিপুজো করবেন কীভাবে? জেনে নিন নিয়ম

শাস্ত্রমতে মহিলাদের শনিদেবের আরাধনায় কোনও বাধা নেই।

Here are some rituals for Shani Puja
Published by: Sayani Sen
  • Posted:May 23, 2025 7:11 pm
  • Updated:May 23, 2025 7:11 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণত শনিবার শনিদেবতার আরাধনা করেন অনেকে। যদিও শনিদেবতার আরাধনা মহিলারা করতে পারেন কিনা, তা নিয়ে মতবিরোধ রয়েছে। শাস্ত্রমতে মহিলাদের শনিদেবের আরাধনায় কোনও বাধা নেই। হিন্দুধর্ম মতে, আপনি সারাদিনে ভালো-মন্দ কী করছেন, তার পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখেন শনিদেব। সেই অনুযায়ী এগোতে থাকে জীবন। এই পুজোয় কোনও ভুলচুক চান না কেউই।

আপনি কী জীবনছকে বিশ্বাসী? তাহলে নিশ্চয়ই জন্মছক রয়েছে। যাঁদের জন্মছকে শনির দশার উল্লেখ রয়েছে, তাঁদের অবশ্যই শনি পুজো করা প্রয়োজন। তবে শনিদেবের আরাধনার রয়েছে কিছু নিয়ম। তাই চলুন এবার জেনে নেওয়া যাক শনিদেবের আরাধনার নিয়ম।

* শনিদেবের আরাধনার দিন কাকভোরে ঘুম থেকে উঠুন।
* স্নান সেরে যত তাড়াতাড়ি পারেন শুদ্ধবস্ত্র পরে নিন।
* দিনভর উপবাস করতে পারেন। তবে শারীরিক অসুস্থতা থাকলে উপবাস না করাই শ্রেয়। তবে ভাত কিংবা আমিষ খাবার খাবেন না।
* সাধারণত শনিদেবের পুজো সন্ধ্যায় হয়। তাই পুজো দিতে যাওয়ার আগে পারলে আরও একবার স্নান সেরে নিন।

Remove these things from your home to get rid of Shani Dosha
* শনিদেবের আরাধনায় অবশ্যই কালো কাপড়, লোহার বাসন, কালো ডাল, কালো তিল দান করা প্রয়োজন।
* সরষের তেল সরাসরি শনিদেবকে নিবেদন করবেন না। শনিমন্দিরে যদিও সরষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন।
* পুজো দিতে গিয়ে শনিদেবের বিগ্রহ স্পর্শ করবেন না। তাতে আপনার জীবনে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
* শনিপুজোর সিন্নি বাড়ির চৌহদ্দির পাশে দাঁড়িয়ে খেতে পারেন। বাড়িতে না নিয়ে ঢোকাই ভালো।
* শনিপুজো দিয়ে ফিরে অবশ্যই পোশাক বদল করে নিতে ভুলবেন না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement