Advertisement
Advertisement
Janmashtami

গীতাপাঠের মধ্যে দিয়ে জন্মাষ্টমীর সূচনা, বালিগঞ্জ ভারত সেবাশ্রম সংঘে বিশেষ আয়োজন

দু'দিনব্যাপী আয়োজনে পুজোপাঠ ছাড়াও রয়েছে নানা সাংস্কৃতিক কর্মসূচি।

Janmashtami celebrations at Ballygunge Bharat Sevashram Sangha in Kolkata
Published by: Buddhadeb Halder
  • Posted:August 16, 2025 1:48 pm
  • Updated:August 16, 2025 1:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মথুরা ও বৃন্দাবন-সহ সারা ভারতজুড়ে পালিত হয় জন্মাষ্টমী। ১৫ আগস্ট, শুক্রবার রাত ১১টা ৫১ মিনিটে শুরু হয়েছে পূণ্য জন্মাষ্টমী তিথি। থাকবে ১৬ আগস্ট, শনিবার রাত ৯টা ৩৫ মিনিট পর্যন্ত। শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে চলছে দুদিনব্যাপী উৎসব।

Advertisement

এ উপলক্ষে আয়োজিত হয়েছে বিশেষ পুজোপাঠ, গীতা পাঠ, শ্রীকৃষ্ণের জীবনাদর্শ নিয়ে আলোচনা। রয়েছে অন্যান্য সাংস্কৃতিক কর্মসূচি। ভোর থেকেই ভক্তের দল বিশেষ পূজা ও আরতিতে অংশ নিতে মন্দিরে ভিড় জমান। ভারত সেবাশ্রম সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, “শ্রীকৃষ্ণ হলেন আদর্শ ও বীরত্বের প্রতীক। তাঁর আদর্শে অনুপ্রাণিত করতে প্রতি বছরই মহা ধুমধামের সঙ্গে জন্মাষ্টমী উদযাপন করা হয়।”

শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন সেই উপদেশাবলি নিয়ে রচিত গীতার বানী সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এদিন গীতাপাঠের মধ্যে দিয়ে জন্মাষ্টমী অনুষ্ঠানের সূচনা করা হয়। গীতাপাঠে অংশ নেন স্বামী ত্যাগাত্মানন্দ, স্বামী দিব্যজ্ঞানানন্দ, স্বামী সংঘাত্মানন্দ মহারাজ প্রমুখ। অনুষ্ঠানে অংশ নেন সংঘের ছাত্ররা ও আরও বহু ভক্ত।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement