Advertisement
Advertisement
Kali Puja 2025

দেবী কালিকার কোন রূপ বাড়িতে রাখা অশুভ? কী বলছে শাস্ত্র?

জেনে নিন মায়ের কোন রূপ বাড়িতে রাখবেন।

Kali Puja 2025: Find out which form of Goddess Kali is inauspicious to keep at home
Published by: Buddhadeb Halder
  • Posted:October 18, 2025 5:28 pm
  • Updated:October 18, 2025 5:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেক বাড়িতেই দেবী কালীর ছবি বা মূর্তি রাখা হয়। দেবী কালিকা শক্তির প্রতীক। তিনি অশুভ শক্তি নাশ করেন। বাড়িতে ঠাকুর দেবতার মূর্তি রাখা শুধু ভক্তির প্রকাশ নয়। বরং সংসারে শান্তি ও সমৃদ্ধি অনেকাংশেই এর উপর নির্ভর করে। কিন্তু ভুল ভাবে ছবি বা মূর্তি রাখলে, জীবনে ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে। বিশেষ করে মা কালীকে ভুল ভাবে বাড়িতে স্থাপন করলে ঘটে যেতে পারে অনর্থ। এ ব্যাপারে শাস্ত্রেও রয়েছে একাধিক বিধিনিষেধ।

Advertisement

Kali Puja 2025: Find out which form of Goddess Kali is inauspicious to keep at home

মায়ের উগ্র রূপ। হস্তে খড়্গ, ছিন্ন মস্তক, সঙ্গে নরমুণ্ড নির্মিত পাত্রে রক্ত, রক্তবর্ণ জিহ্বা। সব মিলিয়ে এক ভয়ানক প্রতিকৃতি। মন্দিরে মায়ের এই উগ্র রূপের পুজো হলেও, ঘরে এই রূপের মূর্তি রাখা একেবারেই উচিত নয়। এতে বাড়ির সদস্যদের মধ্যে মানসিক অশান্তি বাড়তে পারে। তাই ঘরে পুজো করতে হলে মায়ের শান্ত ও মাতৃসুলভ রূপের মূর্তি রাখাই ভালো। এছাড়া মাতৃমূর্তি দৈর্ঘে ছোট হওয়া বাঞ্ছনীয়। মন্দিরের মতো বড়ো প্রতিমা ঘরে তুললে তাতে বস্তু দোষ দেখা দিতে পারে। এর ফলে সংসারে কলহ, আর্থিক সমস্যা ও মানসিক চঞ্চলতা তৈরি হয়।

ভাঙা বা অখন্ড দেবী কালিকার মূর্তি ভুলেও ঘরে তুলবেন না। এই ধরনের ভাঙা মূর্তি অশুভ শক্তিকে আকর্ষণ করে। তাই কালীমূর্তি ভেঙে গেলে তা গঙ্গায় বা পুকুরে বিসর্জন দিন। নতুবা বড় আকারে আর্থিক ক্ষতি ঘটতে পারে। তাছাড়া পুজোর ঘর ছাড়া অন্য কোথাও কালী মূর্তি স্থাপনকে নিষেধ করেছে শাস্ত্রে। তাই কালী মূর্তি বাড়িতে রাখার আগে এই নিয়মগুলি জেনে রাখুন। নতুবা ঘটতে পারে বিপদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ