Advertisement
Advertisement
Kali Puja 2025

বাড়িতে শ্যামা মায়ের আরাধনায় কী কী সামগ্রী প্রয়োজন? মেনে চলুন এসব নিয়মগুলিও

বাড়িতে হোমের আয়োজন করলে এই সামগ্রীগুলি জোগাড় করে রাখতে ভুলবেন না।

Kali Puja 2025: How to worship goddess kali at home
Published by: Sayani Sen
  • Posted:October 18, 2025 4:53 pm
  • Updated:October 18, 2025 4:53 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সিংহভাগ গৃহস্থ বাড়িতেই লক্ষ্মীপুজো, সরস্বতী পুজোর আয়োজন হয়ে থাকে। তবে সেই নিরিখে বাড়িতে দুর্গাপুজো কিংবা কালীপুজোর আয়োজন কম বললেই চলে। আপনিও কি বাড়িতে শ্যামা আরাধনার পরিকল্পনা করছেন? তবে জেনে নিন কালীপুজোয় কোন কোন সামগ্রী প্রয়োজনীয়। আর কী কী নিয়মকানুন মেনে চলা উচিত, তা-ও জেনে নিন।

Advertisement

বাড়িতে শ্যামা আরাধনা করতে চাইলে প্রথমেই কিনতে হবে দেবীর মূর্তি। তা মাটির হতে পারে। আবার পিতল, অষ্টধাতুরও হলেও কোনও সমস্যা নেই। এবার একে একে নানা পুজো সামগ্রী জোগাড় করা পালা। উপকরণ হিসাবে নিন দেবীর ঘট এবং শিস ডাব। কালী ও মহাদেবের জন্য শাড়ি, ধুতি ও গামছা। সঙ্গে নিন অধিবাস ডালা, শাঁখা, পলা, সিঁদুর, আতপ চাল, হরিতকী, দর্পণ, পঞ্চগুঁড়ি, পঞ্চশস্য, পঞ্চগব্য, পঞ্চরত্ন, তীরকাঠি, মধু, ঘি। ফুল, মালা, দুর্বা, তুলসি পাতা, বেলপাতা ছাড়া পুজো সম্ভব নয়।

দেবীর সামনে মন ভরে নৈবেদ্য সাজাতে ভুলবেন না। লক্ষ্মী-নারায়ণ, শিব-দুর্গা, পঞ্চদেবতা, নবগ্রহ, গুরুদেব এবং মা কালী মিলিয়ে মোট ৬টি থালায় নৈবেদ্য সাজান। প্রতি থালা আলাদা আলাদা করে মিষ্টি, ফল দিয়ে তৈরি করতে হবে। একটি থালা ব্রাহ্মণকে নিবেদনের জন্য সাজান। ওই থালায় পাঁচরকমের সবজি, ফল দিন। সঙ্গে দিতে পারেন ঘি, নুন, হলুদ গুঁড়োর মতো মশলা সামগ্রী। বাড়িতে হোমের আয়োজন করলে অবশ্যই বালি, কাঠ, ২৮টি বেলপাতা, ঘি জোগাড় করে রাখতে ভুলবেন না।

বাড়িতে কালীপুজোর আয়োজন করলে, সেদিন বেশ কয়েকটি নিয়মকানুন মানার প্রয়োজনীয়তা রয়েছে।
* কালীপুজোর দিন ভোরবেলা ঘুম থেকে উঠুন। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পরিষ্কার করে ফেলুন।
* স্নান সেরে শুদ্ধবস্ত্র পরে ফেলুন। কালীপুজোর দিন সাদা রঙের পোশাক পরবেন না। লাল, কমলা রঙের পোশাক পরতে পারেন।
* এদিন অনেকেই উপবাস করেন। শারীরিক কোনও সমস্য়া থাকলে জল, মিষ্টি, ফল খেতে পারেন।
* কালীপুজোর সন্ধ্যায় বাড়ি অন্ধকার করে রাখবেন না। অবশ্যই আলো জ্বালিয়ে রাখুন।
* কালীপুজোর দিন শিশু, বয়স্কদের কিছু দান করতে পারেন। বিশেষত খাবারদাবার কিংবা পোশাক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ