Advertisement
Advertisement
Tollygunge Sambodhi Buddhist Monastery

টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে ‘কঠিন চীবর দানোৎসব’ পালন, সংবর্ধনা পেলেন কৃতী ছাত্রছাত্রী

দেশ-বিদেশ থেকে বহু বৌদ্ধ সন্ন্যাসী এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

'Kathin Chivar Daan Utsav' celebrated at Tollygunge Sambodhi Buddhist Monastery
Published by: Buddhadeb Halder
  • Posted:October 18, 2025 8:08 pm
  • Updated:October 18, 2025 8:08 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টালিগঞ্জের মুর এভিনিউ বুদ্ধ সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল ১৭তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে এই ধর্মীয় অনুষ্ঠানে বহু ভক্তের ঢল নামে।

Advertisement

'Kathin Chivar Daan Utsav' celebrated at Tollygunge Sambodhi Buddhist Monasteryচন্দ্রপঞ্জিকা অনুযায়ী আশ্বিন মাসে এই অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে মূলত বৌদ্ধ ভিক্ষুদেরকে ত্রি-চীবর নামে বিশেষ পোশাক দান করার রেওয়াজ রয়েছে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিশ্বাস, কঠিন চীবর দান একটি মহাপুণ্যের কাজ। প্রতি বছর আষাঢ়ী পূর্ণিমা থেকে শুরু হওয়া ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলোর চাষ, সংগ্রহ ও বস্ত্র তৈরির পর বিশেষ নিয়মে এই চীবর বা ভিক্ষুদের পরিধেয় বস্ত্র দান করা হয়।

'Kathin Chivar Daan Utsav' celebrated at Tollygunge Sambodhi Buddhist Monastery

এই বছরের অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে বহু বৌদ্ধ সন্ন্যাসী যোগ দিয়েছিলেন। ভক্তরা শ্রদ্ধা ভরে ভিক্ষুদের হাতে ত্রি চীবর দান করেন। অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে সংবর্ধনা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান উপলক্ষে এলাকায় এক শান্তি চীবর পরিক্রমা পদযাত্রারও আয়োজন করা হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারের পরিচালক অরুণজ্যোতি ভিক্ষু। তিনি বলেন, ‘বর্তমান সময়ে গৌতম বুদ্ধের দেখানো শান্তি ও সহানুভূতির পথ অত্যন্ত প্রাসঙ্গিক। সেই পথেই আমাদের সকলকে এগিয়ে যেতে হবে।’ এই দানোৎসবের মধ্য দিয়ে টালিগঞ্জ জুড়ে ছড়িয়ে পড়ে ধর্মীয় সৌহার্দ্য ও মানবতার বার্তা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ