Advertisement
Advertisement
Ambubachi 2025

দেবী রজঃস্বলা হন! কিন্তু অম্বুবাচীর অর্থ কী? কামাখ্যার সঙ্গে যোগ কোথায়?

এই বছর অম্বুবাচীর প্রবৃতি ও শেষ কবে?

Know of the history of Ambubachi
Published by: Subhankar Patra
  • Posted:June 19, 2025 3:46 pm
  • Updated:June 19, 2025 5:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভক্তদের ভিড়। জ্যোতিষ, তান্ত্রিকদের ঘন ঘন আনাগোনা। কিন্তু মন্দির বন্ধ। মেলে না মায়ের দর্শন। তাও উন্মাদনা! অম্বুবাচীতে কামাখ্যা মন্দিরের এটি চেনা দৃশ্য। কিন্তু জানেন অম্বুবাচী শব্দের অর্থ কী? কামাখ্যা মন্দিরের সঙ্গে এর সম্পর্ক কী? এই বছর অম্বুবাচী (Ambubachi 2025) প্রবৃতি ও শেষ কবে?

সবাই জানেন অম্বুবাচীর সময় দেবী ঋতুমতী হন। তিনদিন তাঁর গর্ভগৃহ বন্ধ থাকে। হয় না পুজো। কিন্তু অম্বুবাচীর শব্দের অর্থ জানেন? এই শব্দের অর্থ জলবৃদ্ধি বা সেই সম্পর্কিত বিষয়। জলের সঙ্গে যুক্ত একটি বিষয় ও ঋতুস্রাবের মধ্যে কী সম্পর্ক?

হিন্দুমতে ও সনাতন শাস্ত্র অনুসারে মানা হয়, সূর্যদেব আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করলে বর্ষার শুরু। বর্ষাকালে পৃথিবী সিক্ত হলে তা ঋতুস্রাবের সঙ্গে তুলনা হয়। কিন্তু পৃথিবীর সঙ্গে ঋতুস্রাবের মিল কোথায়? সনাতন ধর্মে পৃথিবীকে মা রূপে মানা হয়। সেই থেকেই পৃথিবী ঋতুমতী বলে মানা হয়। অম্বুবাচীর সঙ্গে কৃষিকাজের গভীর যোগ রয়েছে। তিনদিন কৃষির সমস্ত কাজ বন্ধ থাকে। বীজ রোপন থেকে ফসল ঘরে তোলা- সবই বন্ধ থাকে। তাছাড়া এই সময়কালে কোনও শুভকাজ যেমন, বিয়ে, উপনয়ন, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, গৃহারম্ভ কোনও কিছুই করা হয় না।

এই তো গেল অম্বুবাচীর (Ambubachi 2025) বিষয়। কিন্তু এর সঙ্গে অসমের কামাখ্যা মন্দিরের নাম জড়িয়ে গেল কেন? দক্ষযজ্ঞের কথা মনে আছে? স্বামীর অপমান মানতে না পেরে আগুনে সতীর আত্মহত্যা। তারপর মহাদেবের তাণ্ডব নৃত্য থামাতে বিষ্ণু সুদর্শন চক্রের প্রয়োগে সতীর দেহ বিভিন্ন খণ্ডে খণ্ডিত হওয়া। সেই দেহাংশ ও অলংকার উপমহাদেশের যে সব স্থানে পড়ে, তৈরি হয় সতীপীঠ। সেই সময় কামাখ্যায় পড়ে দেবীর যোনি। সেই দেহাংশই এখানে পূজিত। তা থেকেই বিশ্বাস করা হয় এই সময় দেবী তিনদিন রজঃস্বলা হন। বন্ধ রাখা হয় মন্দির। পালন করা হয় অম্বুবাচী।

Know of the history of Ambubachi 2025

কবে এই বছরের অম্বুবাচী?
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে এই বছর অম্বুবাচীর প্রবৃত্তি ২২ জুন, রবিবার (৭ আষাঢ়)। শুরু দুপুর ২টো ৫৬ মিনিট ৩ সেকেন্ডে। শেষ ২৫ জুন, বুধবার (১০ আষাঢ়) রাত ৩টে ১৯ মিনিট ১৭ সেকেন্ডে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, অম্বুবাচীর শুরু ২২ জুন (৭ আষাঢ়) রবিবার সকাল ৬টা ১০ মিনিটে। নিবৃত্তি ২৫ জুন বুধবার (১০ আষাঢ়) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement