সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নববর্ষ মানেই বাঙালির ঘরে উৎসবের আমেজ। নতুন পোশাক পরে হালখাতায় বেরনো, মন্দিরে পুজো দিতে যাওয়া, পরিবারের সঙ্গে নৈশভোজ ইত্যাদির মধ্যে দিয়েই কাটে বাঙালির। তবে চাকরিজীবী ও ব্যবসায়ীদের মধ্যে এই দিনটার সামান্য ফারাক রয়েছে। কারণ ব্যবসার পুঁজিকে একত্রিক করতে বছরে একবার খাতা পুজো করে থাকেন ছোট-বড় সমস্ত ব্যবসায়ী। আর নববর্ষেই সেই হালখাতার সূচনা হয়। সারাবছরের লেনদেনের শুভারম্ভ হয় এই বিশেষ দিনটিতেই।
গণেশ ও মা লক্ষ্মীর পুজো দিয়ে বছরের শুভ সূচনা করেন ব্যবসায়ীরা। বিশ্বাস, এতে ব্যবসার শ্রীবৃদ্ধি হয়। সকল দেবতার আগে প্রচলিত গণেশ পুজো। সেই কারণেই বছরের প্রথম দিনটিতে গণেশ পুজোই করা হয়। সেই সঙ্গে ধনের দেবী লক্ষ্মীকেও পুজো করেন ব্যবসায়ীরা। চলুন জেনে নেওয়া যাক, সংসার এবং ব্যবসায় সুখ সমৃদ্ধি বজায় রাখতে নববর্ষে কী কী নিয়ম পালন করবেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.