সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় জন্মাষ্টমী। আর ওই একই মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় রাধাষ্টমী ব্রত। এই
পুণ্যতিথিতেই আবির্ভূত হয়েছিলেন কৃষ্ণের চিরসঙ্গী শ্রীরাধিকা। পঞ্জিকা মতে এবছর রাধাষ্টমী শুরু হচ্ছে শনিবার, ৩০ আগস্ট ২০২৫। সময় রাত্রি ১০টা ৪৭ মিনিট। এই তিথি থাকবে ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বরের সন্ধিক্ষণ রাত ১২টা ৫৭ মিনিট পর্যন্ত।
এদিন ব্রত পালনে উপোস সহ অন্যান্য আচার পালন করলে সুফল মেলে। অন্যান্য পার্বণের মতো এই তিথিতেও রয়েছে নির্দিষ্ট নিয়ম ও আহারবিধি। এই বিধি না মানলে বিপর্যয় ঘটতে পারে। যারা ব্রত পালন করবেন, পাশাপাশি অন্যেরাও যদি একই ভাবে এদিন নির্দিষ্ট কিছু খাবার এড়িয়ে চলেন, তাহলে সংসারে সুখশান্তি ও সমৃদ্ধি বাড়বে। এমনকী মরশুমি রোগের হাত থেকেও রক্ষা পাবে সকলে। কোন কোন সবজি রাধাষ্টমীতে খাবেন না জানেন কি? চলুন জেনে নেওয়া যাক।
তেতো খাবার একদম নয়। রাধাষ্টমী তিথি অত্যন্ত পুণ্যদায়ী। এদিন কোনও তেতো বা কষাটে স্বাদযুক্ত খাবার খাবেন না। এছাড়াও বর্জন করুন আমিষ।
পুঁইশাক, কলমিশাক, লালশাক—এই তিন শাক রাধাষ্টমী তিথিতে এড়িয়ে চলুন। বর্ষাকালে শাক খাওয়া এমনিতেও ভালো নয়। তাছাড়া এই তিন শাক তামসিক। এই খাবারগুলি শরীর ও মনের শক্তি কমিয়ে মানসিক অস্পষ্টতা বাড়িয়ে তোলে।
লাউ ও বেগুন সরাসরি বর্জন করুন। এগুলিও তামসিক, যা অশুভ। শুধুমাত্র সাত্ত্বিক ও শুদ্ধ নিরামিষ খাবারই এদিন গ্রহণ করুন। রাধাষ্টমীতে ভক্তরা উপবাস পালন করেন এবং সাত্ত্বিক আহারের মাধ্যমে রাধারানীর আশীর্বাদ অর্জন করেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.