সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ঘরে লক্ষ্মী আসার পালা। ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতির ব্যস্ততা। প্রায় প্রতিটি গৃহস্থ বাড়িতেই ধনদেবীর আরাধনা করা হয়ে থাকে। তবে যেভাবে সেভাবে আরাধনা করলেই তো হল না। অন্যান্য পুজোর মতো লক্ষ্মীপুজোতেও কিছু নিয়ম মানা প্রয়োজন। নইলে হতে পারে সমস্যা। কারণ, দেবীর কৃপাদৃষ্টি লাভ না করলে সাংসারিক জীবন মধুর হবে না।
যে কাজগুলি করবেন না-
* মায়ের প্রতিমা স্থাপনের ক্ষেত্রে রঙের ব্যবহার খেয়াল রাখতে হবে। কালো ও সাদা কাপড়ে যেন মায়ের মূর্তি রাখা না হয়।
* কাচের প্রতিমা পুজো করবেন না। অবশ্যই মাটি, পিতল, অষ্টধাতু কিংবা রূপোর প্রতিমা পুজো করুন।
* পুজোতে সাদা রঙের ফুলের ব্যবহার না করাই ভালো। পরিবর্তে গোলাপি ও লাল রঙের ফুল দেবীর চরণে দিন।|
* দেবীর আরাধনায় তুলসি পাতার ব্যবহার যেন না হয়।
* অলক্ষ্মী পুজোর ক্ষেত্রে লোহার বাসন ব্যবহার করা হয়। সেক্ষেত্রে ভুলেও যেন লক্ষ্মীপুজোতে লোহার বাসন ব্যবহার করবেন না।
* দেবী লক্ষ্মীকে শান্তির প্রতীক হিসাবে ধরা হয়। যেখানে পুজো হবে সেই জায়গাটি যেন শান্ত থাকে সেদিকে খেয়াল রাখুন।
* পুজোর সময় ভুলেও অবাঞ্ছিত শব্দ করবেন না। কাঁসর বা ঘণ্টা বাজাবেন না।
* বাড়িতে ঢোকার মুখে জুতো খুলে রাখবেন না। ঝাঁটাও যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন।
* কেউ আপনার থেকে টাকা পেলে, তাঁকে লক্ষ্মীপুজোর দিন ফেরৎ দেবেন না।
কী করা উচিত:
* ঘুম থেকে উঠে ঘর পরিষ্কার করে শুদ্ধ বস্ত্র পরুন। কালো রঙের পোশাক পরবেন না।
* বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে পুজোর আয়োজন করুন।
* আমিষ খাবার এদিন না খাওয়াই ভালো। নিরামিষ খাবারে পেটপুজো সারতে পারেন।
* স্টিল কিংবা রূপোর বাসনে ভোগ দেবীকে নিবেদন করুন।
* বাড়ি অন্ধকার রাখবেন না। বাড়ি অবশ্যই আলো দিয়ে সাজান।
* লক্ষ্মীপুজো মিটে যাওয়ার পর দানধ্যান করুন। বিশেষত খাবার ও পোশাক দান করতে পারেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.