Advertisement
Advertisement
pregnancy

দোলেই চন্দ্রগ্রহণ, অশুভ প্রভাব এড়াতে গর্ভবতীরা কী করবেন?

চলতি বছর দু'বার হবে চন্দ্রগ্রহণ।

Lunar Eclipse and its impact on pregnancy

ফাইল ছবি

Published by: Monishankar Choudhury
  • Posted:March 13, 2025 9:21 pm
  • Updated:March 13, 2025 9:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবছরের ফাল্গুনী পূর্ণিমা তিথি পড়েছে ১৪ মার্চ। সেদিনই দোল। আর এদিনই বছরের প্রথম চন্দ্রগ্রহণ। গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুসারে সকাল ৯টা ২৯ মিনিটে। শেষ হবে ৩টে ২৯ পর্যন্ত। ২০২৫ সালে দুটি চন্দ্রগ্রহণ হওয়ার কথা। প্রথমটি ১৪ মার্চ। দ্বিতীয়টি ৭ সেপ্টেম্বর। তবে এই গ্রহণ ভারতে দেখা না গেলেও এই সময় গর্ভবতীদের বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত, যাতে নেতিবাচক প্রভাব এড়ানো যায়। 

যেহেতু গ্রহণের সময় চন্দ্র রাহুর ছায়ায় থাকে, ফলে মহিলারা মানসিক যন্ত্রণায় ভোগেন। এমনকী চন্দ্রগ্রহণের সময় ক্ষতিকারক রশ্মি নির্গত হয়। তাই এই সময় গর্ভবতীদের বাইরে না যাওয়াই ভালো। কারণ, এই রশ্মি ভ্রূণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হয়।

চন্দ্রগ্রহণের সময় কাঁচি বা ব্লেডের মতো ধারালো কোনও অস্ত্র অন্তঃসত্ত্বাদের ব্যবহার করা উচিত নয়।

খেয়াল রাখতে হবে গর্ভবতীরা যেন কোনওভাবেই চাঁদের আলোর সংস্পর্শে না আসেন। তাই ঘরের জানলা, দরজা পর্দায় ঢেকে রাখুন।

হবু মায়েরা এই সময় কোনও খাবার খাওয়া থেকে বিরত থাকলেই শ্রেয়। এই সময় ঘুম এড়িয়ে চলা উচিত।

গ্রহণ চলাকালীন নীরবে মন্ত্র জপ করুন। গ্রহণ শেষ হলে স্নানের জলে গঙ্গার জল মিশিয়ে স্নান করা উচিত অন্তঃসত্ত্বাদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement