Advertisement
Advertisement
Ram Navami

সংসারে শ্রীবৃদ্ধি চান? রামনবমীর দিন এই নিয়মগুলি মানতে ভুলবেন না

রামনবমীর ব্রত পালনের শুভ সময় কখন?

Ram Navami: What to do on Ram Navami for success and prosperity
Published by: Sayani Sen
  • Posted:April 5, 2025 1:36 pm
  • Updated:April 5, 2025 1:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামনবমী নিয়ে চর্চা তুঙ্গে। ভগবান শ্রীরামের জন্মতিথিই হল রামনবমী। অন্যান্য তিথির মতো রামনবমীরও রয়েছে বিশেষ মাহাত্ম্য। বহু হিন্দু গৃহস্থ এই দিনটিতে বিশেষ নিয়মকানুন মেনে চলেন। জ্যোতিষশাস্ত্র মতে, এই দিনটি কয়েকটি নিয়ম মানলে জীবনে আসে সুখ সমৃদ্ধি।

Advertisement

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, নবমী তিথি শুরু হবে শনিবার সন্ধে ৭টা ২৮ মিনিটে। শেষ হবে পরদিন অর্থাৎ রবিবার। ওইদিন সন্ধে ৭টা ২৪ মিনিটে শেষ হবে তিথি। সোমবার সকাল ৯টা ৩৭ মিনিটের মধ্যে রামনবমী ব্রত পালন করা যাবে। আবার গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, শনিবার রাত ১২টা ২১ মিনিট ৪০ সেকেন্ডে শুরু রামনবমী তিথি। রবিবার রাত ১১টা ৩১ মিনিট ৪ সেকেন্ডে তিথি শেষ।

এবার একনজরে দেখে নেওয়া যাক, রামনবমীতে কোন কোন নিয়ম মেনে চলা উচিত।
১. রামনবমীতে ভোরবেলা ঘুম থেকে উঠে পড়ুন। স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে নিন।
২. আপনার বাড়িতে থাকা দেবদেবীকে প্রমাণ করুন। ইষ্টদেবতাকে আপেল, আঙুর, নারকেল, বেদানা ভোগ দিন। জিলিপি, পায়েস, লাড্ডু, সুজির পায়েস দিন।
৩. শুদ্ধ মনে রামায়ণের বাল্যকাণ্ড পাঠ করুন।
৪. শ্রীরাম, সতীমা এবং হনুমানজিকে তুলসির মালা অর্পণ করুন।
৫. কোনও রামমন্দিরে যান। পরনে কমলা বস্ত্র থাকলে ভালো হয়।
৬. সন্ধেয় ১১টি ঘিয়ের প্রদীপ জ্বালান। পাঠ করুন ‘জয় রাম’ মন্ত্র ১০৮ বার পাঠ করুন।
৭. সংসারের শ্রীবৃদ্ধিতে কাঁচা ছোলা এবং গুড় দান করুন। সকাল কিংবা সন্ধে যেকোনও সময় দান করতে পারেন।
৮. বৈবাহিক জীবন নিয়ে যাঁদের সমস্যা হচ্ছে তাঁদের সীতামাকে হলুদ এবং কলমা সিঁদুর অর্পণ করা প্রয়োজন।
৯. সন্তানলাভের আশায় লাল কাপড় মুড়ে সীতামাকে অর্পণ করুতে পারেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement