Advertisement
Advertisement
Jyeshtha Purnima 2025

জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে বাড়িতে লক্ষ্মী-নারায়ণ পুজো? এই নিয়মগুলি না মানলে সর্বনাশ

জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথি বট কিংবা বট সাবিত্রী পূর্ণিমা নামেও পরিচিত।

Significant of Jyeshtha Purnima 2025
Published by: Sayani Sen
  • Posted:May 30, 2025 8:24 pm
  • Updated:May 30, 2025 8:48 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মমতে প্রতিটি পূর্ণিমারই তাৎপর্য রয়েছে। আলাদা নয় জ্যৈষ্ঠ পূর্ণিমাও। এই দিনটি আবার বট কিংবা বট সাবিত্রী পূর্ণিমা নামেও পরিচিত। এই পূর্ণিমা তিথিতে অনেকেই সংসারে সুখ-সমৃদ্ধির জন্য লক্ষ্মী-নারায়ণের আরাধনা করেন। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১০ জুন সকাল ১১টা ৩৫ মিনিটে এই পূর্ণিমা তিথির সূচনা। ১১ জুন পূর্ণিমা তিথির শেষ হবে দুপুর ১টা ১৩ মিনিটে।

কোষ্ঠীতে অনেকেরই চন্দ্র দোষ থাকে। কথিত আছে, চন্দ্রের অশুভ প্রভাব দূর করতে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে অনেকেই লক্ষ্মী-নারায়ণের পুজো করেন। তার ফলে সংসারের শ্রীবৃদ্ধি হয়। উপবাস করে এই পূর্ণিমা তিথিতে পুজোপাঠ করলে স্বামী দীর্ঘায়ু হন। আবার কারও কারও মতে, ধনবৃদ্ধিও হয়। তাই এদিন অনেকেই পুজোপাঠ করেন।

তবে এই তিথিতে পুজোপাঠ করার আগে বেশ কয়েকটি নিয়ম মানা প্রয়োজন। নইলে হতে পারে ঘোর সর্বনাশ।

* জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে সকাল সকাল ঘুম থেকে উঠুন।
* ঘর পরিষ্কার করে স্নান সারুন। শুদ্ধবস্ত্র পরে নিন।
* আপনার উপর থেকে নেতিবাচক শক্তির প্রভাব দূর করতে এদিন ভুলেও কালো পোশাক পরবেন না।
* এদিন পারলে কিছু দান ধ্যান করতে পারেন। শিশুদের ফল, মিষ্টি, পোশাক দিতে পারেন।
* কালো কোনও সামগ্রী দান করবেন না। তাতে রাহুর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তার ফলে ক্ষতি হতে পারে আপনার এবং আপনার সংসারের।
* জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে সন্ধেয় বাড়ি খালি রাখবেন না।
* ওইদিন সন্ধেয় বাড়ি অন্ধকার রাখবেন না। মোমবাতি অথবা প্রদীপ জ্বালান।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement