সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মে অমাবস্যা তিথির আলাদা গুরুত্ব রয়েছে। বছরে মোট ১২টি অমাবস্যা পড়ে। এই তিথিগুলিতে ধর্মীয় আচার পালন করার রীতি রয়েছে। প্রচলিত ধারণা মতে, এদিন অমাবস্যা ব্রত পালন করলে শুভ হয়। যদিও প্রতিটি অমাবস্যা তিথিই আমাদের প্রয়াত পিতৃপুরুষদের উদ্দেশ্যে নিবেদিত। এই তিথিতে গঙ্গা স্নান করে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করার প্রথা রয়েছে। আর অমাবস্যা যদি সোমবার বা শনিবার পড়ে তাহলে তার পালন ও কার্যকারিতা আরও শুভ ফল দেয়। পঞ্জিকা মতে চলছে ভাদ্র মাস। তাই এই মাসে হওয়া অমাবস্যার আরেক নাম ভাদ্রপদ অমাবস্যা। ২২শে আগস্ট, ২০২৫ শুক্রবার পালিত হতে চলেছে এবারের ভাদ্রপদ অমাবস্যা। আবার শনিবার অমাবস্যা থাকায় সেটি কৌশিকী অমাবস্যা নামেও পরিচিত।
ভাদ্রপদ অমাবস্যা: তারিখ ও সময়
অমাবস্যা তিথি শুরু ৫ ভাদ্র, শুক্রবার। ইংরেজি ক্যালেন্ডারে ২২ আগস্ট ২০২৫, সকাল ১১টা ৫৫ মিনিটে। শেষ হবে ৬ ভাদ্র, শনিবার সকাল ১১টা ৩৫ মিনিটে। ইংরেজি ক্যালেন্ডারে ২৩ আগস্ট ২০২৫, শনিবার।
এদিন কোন নিয়ম মানলে শনির দশা কাটবে?
যারা শনির সাড়েসাতি ও ধাইয়া দশায় ভুগছেন, তারা এদিন অবশ্যই নিয়ম মেনে কয়েকটি কাজ করুন। এতে শনির রোষ থেকে মুক্তি পাবেন। একইসঙ্গে শনির কৃপায় উন্নতি ও সম্পদ লাভ হবে।
কী কী করবেন?
(১) শনি অমাবস্যার দিন শনিদেবকে সর্ষের তেল নিবেদন করুন। মূর্তি হিসেবে পুজো করলে তাঁর পায়ের আঙুলে তেল অর্পণ করুন। আর যদি শনিদেবকে পাথরের মূর্তি জ্ঞানে পুজো করেন, তাহলে সেই পুরো পাথরটির উপর তেল ঢালুন।
(২) শনি অমাবস্যাতে সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে পুজো করুন। এতে শনিদেবের কৃপা লাভ হয়।
(৩) এদিন সর্ষের তেল, কালো তিল, কালো মুসুর ডাল এবং লোহার জিনিসপত্র দান করুন।
(৪) ‘ওম শনিশ্চরায় নমহঃ’ মন্ত্র ১০৮ বার জপ করুন।
(৫) শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পেতে বজরংবলীর পুজো করুন। শনিদেব কখনও বজরংবলীর ভক্তদের সমস্যায় ফেলেন না।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.