Advertisement
Advertisement
Rakhi Purnima

হাতে রাখি পরিয়ে কেন তিনটে গিঁট বাঁধেন দিদি-বোনেরা? রইল শাস্ত্রীয় ব্যাখ্যা

ভাইয়ের হাতে রাখি পরানোর আগে জেনে নিন কটা গিঁট বাঁধবেন!

Why do sisters tie three knots on their brothers hands while tying the rakhi on Rakhi Purnima
Published by: Buddhadeb Halder
  • Posted:August 6, 2025 8:03 pm
  • Updated:August 6, 2025 8:13 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিন্দু ধর্মে রাখি বন্ধনের বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাইয়ের হাতে রক্ষাসূত্র বেঁধে দেয় বোনেরা। ভাইয়ের সুস্থ ও নীরোগ জীবন কামনা করে বোন। ভাইয়ের কপালে তিলক কেটে জীবনে সুখ, শান্তি ও প্রাচুর্যে ভরে ওঠার প্রার্থনা জানায়। একইসঙ্গে ভাইও বোনকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। সারাজীবন আগলে রাখার প্রতিজ্ঞা নেয়।

Advertisement

এবছর ৯ আগস্ট ২০২৫ পালিত হবে রাখি বন্ধন উৎসব। তিথি অনুসারে ৯ আগস্ট শনিবার সকাল ৫টা ৪৭ মিনিট থেকে দুপুর ১টা ২৪ মিনিটের মধ্যে রয়েছে রাখি বন্ধনের শুভ মুহূর্ত।

Why do sisters tie three knots on their brothers hands while tying the rakhi on Rakhi Purnima

রাখি বাঁধার সময় ভাইয়ের মাথা রুমালে ঢেকে দেওয়ার প্রথা রয়েছে। এরপর কপালে তিলক কেটে চাল ছোয়াঁতে হয়। তারপরেই ভাইয়ের ডান হাতে রাখি বা রক্ষাসূত্র বাঁধার নিয়ম রয়েছে। তবে রাখি বাঁধার সময় শাস্ত্র মেনে তিনটে গিঁট অবশ্যই দিয়ে থাকেন বোনেরা। এই তিনটি গিঁট আলাদা তাৎপর্য বহন করে।

মনে করা হয় প্রথম গিঁট ভাইয়ের দীর্ঘায়ুর জন্য। দ্বিতীয় গিঁট বোনের নিজের দীর্ঘায়ুর জন্য এবং তৃতীয় গিঁট ভাই-বোনের পবিত্র সম্পর্ককে দীর্ঘজীবী করার জন্য দেওয়া হয়ে থাকে। রাখিতে এই তিনটি গিঁট অত্যন্ত শুভ।

Why do sisters tie three knots on their brothers hands while tying the rakhi on Rakhi Purnima

হিন্দু শাস্ত্র মতে, এই তিনটি গিঁট আসলে ব্রহ্মা, বিষ্ণু এবং ভগবান শিবের প্রতিনিধিত্ব করে। ভাইয়ের হাতে রাখি পরাবার সময় বোন প্রতিটি গিঁট তার দীর্ঘায়ু ও সুরক্ষার কথা মাথায় রেখে করে থাকে।
প্রথম গিঁট (ব্রহ্মা): সৃষ্টি ও পবিত্র বন্ধনের সূচনার প্রতীক।
দ্বিতীয় গিঁট (বিষ্ণু): জীবনের সুরক্ষা ও দীর্ঘায়ুর প্রতীক।
তৃতীয় গিঁট (শিব): অশুভ শক্তি ধ্বংসের প্রতীক।

ভাইকে রাখি পরানোর সময় এই তিনটি গিঁট বেঁধে বোন তার ঐশ্বরিক সুরক্ষা প্রদান করে বলে মনে করা হয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ