সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাসটেনেবল ওয়েস্ট ম্যানেজমেন্ট তথা টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় গবেষণা ও অবদানের স্বীকৃতি। IEM (ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) সল্টলেকের ক্যাম্পাসে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনে ৩ গবেষকের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। উপস্থিত ছিলেন দেশ-বিদেশের বহু খ্যাতনামা গবেষক, অধ্যাপক ও প্রযুক্তিবিদ।
এদিনের অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় স্বীকৃত বিশ্বের শীর্ষ দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় অন্তর্ভুক্ত তিন প্রখ্যাত গবেষককে। তাঁরা হলেন অধ্যাপক সাধনকুমার ঘোষ, অধ্যাপক ব্রজেশকুমার দুবে এবং অধ্যাপক সুনীল কুমার। তাঁরা দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশগত স্থায়িত্ব বিষয়ে পথপ্রদর্শকের ভূমিকা পালন করে চলেছেন। অধ্যাপক সাধনকুমার ঘোষ বর্জ্য ব্যবস্থাপনা গবেষণায় বিশ্বে ১৮ তম স্থান অর্জন করেছেন।
আয়োজক সংস্থা IEM কর্তৃপক্ষ জানায়, টেকসই উন্নয়নের পথে বিশ্বের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হল পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা। এই তিন বিজ্ঞানীর গবেষণা কেবল ভারত নয়, আন্তর্জাতিক স্তরেও উল্লেখযোগ্য অবদান রাখছে। তাঁদের উদ্ভাবনী কাজ ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষায় নতুন দিশা দেখাবে বলেও আশাবাদী তাঁরা। অধ্যাপক সাধনকুমার ঘোষ বলেন, “এ ধরনের সম্মেলন তরুণ গবেষকদের আরও বেশি উৎসাহিত করবে এবং সুষ্ঠ বর্জ্য ব্যাবস্থাপনার ক্ষেত্রে অনেক নতুন নতুন উদ্বাবনী দিক উঠে আসবে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.