সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে বহাল তবিয়তে রয়েছে পশুরাজ। গত ৫ বছরে ৩২ গুণ বেড়েছে এশিয়াটিক লায়ন বা ভারতীয় সিংহের জনসংখ্যা। রবিবার বিশ্ব সিংহ দিবসে এই রিপোর্ট প্রকাশ্যে আনল সরকার। যেখানে দেখা যাচ্ছে, মাত্র ৫ বছরে দেশে সিংহের সংখ্যা বেড়েছে ৮৯১টি। নিঃসন্দেহে এই রিপোর্ট বনবিভাগের জন্য বিরাট সাফল্যের ইঙ্গিত।
ভারতীয় সিংহের জনগণনার পর সরকারের তরফে যে রিপোর্ট প্রকাশ্যে আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে, বরদা বন্যপ্রাণী অভয়ারণ্য, জেতপুর ও সংলগ্ন অঞ্চল, বাবরা জাসদন-সহ মোট ৯টি অঞ্চলে ৪৯৭টি সিংহের সন্ধান মিলেছে। একইসঙ্গে করিডোর এলাকায় ২২টি এশিয়াটিক সিংহের সন্ধান পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এই পুরো সমীক্ষা করা হয়েছে স্যাটেলাইটের মাধ্যমে। এই বিষয়ে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। যেখানে তিনি লেখেন, ‘এশিয়াটিক সিংহের প্রধান আবাসস্থল হতে পেরে ভারত গর্বিত। গত কয়েক বছরে দেশে সিংহের সংখ্যা আশানুরূপভাবে বেড়েছে। ২০১৫ সালে যেখানে দেশে সিংহের সংখ্যা ছিল ৫২৩, সেটাই ২০২৫ সালে বেড়ে হয়েছে ৮৯১টি। এ এক অবিশ্বাস্য সাফল্য। আজ বিশ্ব সিংহ দিবসে আমরা আমাদের দেশের সিংহদের উপযুক্ত আবাসস্থল দিতে ও তাদের প্রাণরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’
সরকারি রিপোর্ট অনুযায়ী গত এক দশকে দেশে সিংহের সংখ্যা ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে সবচেয়ে বেশি সিংহের আবাসস্থল গুজরাটের আমরেলিতে। এখানে ৮২টি পুরুষ সিংহ, ১১৭টি সিংহী এবং ৭৯টি শাবককে নথিভুক্ত করা হয়েছে। সিংহের সবচেয়ে বেশি সংখ্যাবৃদ্ধি হয়েছে মিটিয়ালা বন্যপ্রাণী অভয়ারণ্যে। এরপর যথাক্রমে তালিকায় রয়েছে ভাবনগর ও দক্ষিণ-পূর্ব উপকূল। তবে কয়েকটি জায়গায় সিংহের সংখ্যা আগের তুলনায় কমেছে। এই তালিকায় রয়েছে গিরনার বন্যপ্রাণী অভয়ারণ্য এবং ভাবনগর উপকূলীয় অঞ্চল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.