প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতের আকাশ মানেই যেন এক ম্যাজিকের মঞ্চ। আর সেই মঞ্চের রানি নিঃসন্দেহে চাঁদ। কখনও পূর্ণচন্দ্র, কখনও একফালি কাস্তের মতো চাঁদ- কেবল চাঁদেরই কত রূপ! কিন্তু কালো চাঁদ? এই বিরল চন্দ্রদর্শন করা যাবে আগামী ২৩ আগস্ট। একটু ভুল হল, এই চাঁদ দেখা যাবে না। কিন্তু নামে সে কালো চাঁদ! কেননা সেদিন যে অমাবস্যা। ঠিক যেমন ‘ব্লু মুন’ সত্যিই নীল চাঁদ নয়, এক্ষেত্রেও এর তাৎপর্য একদম অন্যরকম।
কাকে বলে কালো চাঁদ?
আসলে এই চাঁদ দৃশ্যমান না হলেও এর তাৎপর্য অপরিসীম। কোনও একটি মহাজাগতির মরশুমে তৃতীয় নতুন চাঁদের কথা আসে প্রতি ৩৩ মাস অন্তর। কিংবা কোনও মাসে দু’বার অমাবস্যা পড়ে গেলে আসে কালো চাঁদের কথা। এটা ঘটে ২৯ মাস অন্তর। দুই ক্ষেত্রেই অমাবস্যার দিনই কালো চাঁদ দেখা যায়। বলা যায়, দেখা না গেলেও সেই দিনটাকে কালো চাঁদের দিন হিসেবেই ধরা হয়। এবার যে কালো চাঁদকে দেখা যাবে তা মরশুমি কালো চাঁদ।
কেন এই কালো চাঁদ এত গুরুত্বপূর্ণ?
এই সময় অন্ধকারে সুদূর মহাকাশের বহু সদস্যের দেখা মেলে যায় সাধারণত অন্য সময় পাওয়া যায় না। তবে খালি চোখে নয়, দরকার বাইনোকুলারের। টেলিস্কোপ হলে তো কথাই নেই। সেক্ষেত্রে আকাশগঙ্গা কিংবা আরও দূরবর্তী প্রান্তের নক্ষত্রমণ্ডলীকে দেখা যাবে আরও পরিষ্কার ভাবে। চাঁদের আলো সেখানে কোনওরকম ব্যাঘাত ঘটাতে পারবে না।
তবে এরই পাশাপাশি ২৪ ও ২৫ আগস্ট তাকান পশ্চিম আকাশের দিকে, সূর্যাস্তের ৩০ থেকে ৪০ মিনিট পরেই। সেই সময় দেখা যাবে একেবারে নখের ফালির মতো সরু চাঁদ। এর প্রাকৃতিক সৌন্দর্যও অনবদ্য। তবে এই ধরনের মহাজাগতিক সৌন্দর্য উপভোগ করতে হলে শহর থেকে দূরে থাকতে পারলেই ভালো। সেখানে দূষণ কম, আলোর দাপট নেই। এমন জায়গাতেই আকাশ নিজের সবটা উপুড় করে দেয় যেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.