Advertisement
Advertisement
Moon

আকাশে রক্তবর্ণ চন্দ্রোদয়! কবে, কোথা থেকে দেখতে পাবেন ‘ব্লাড মুন’?

পৃথিবীর ছায়ায় সম্পূর্ণ ঢেকে যাবে চাঁদ, তার রং হবে টকটকে লাল!

Blood moon: Exceptional total lunar eclipse to happen on September 7, can be watched from India
Published by: Sucheta Sengupta
  • Posted:August 30, 2025 4:30 pm
  • Updated:August 30, 2025 4:41 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট এ বিশ্বে সূর্য-চন্দ্র-পৃথিবীর অবিরাম ঘূর্ণন, পারস্পরিক টান, বিভিন্ন পর্যায়ে নতুন নতুন ঘটনার জন্ম নেওয়া – এসবই তো আসলে জ্যোতির্বিজ্ঞানের খেলা। সেই খেলায় কখন যে কী জাদু তৈরি হবে, কেউ জানে না। এই যেমন আগামী সপ্তাহে এক বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছেন বিশ্ববাসী। রাতের আকাশে আলো ছড়াবে রক্তবর্ণ চাঁদ! আকাশ পরিষ্কার থাকলে ভারত-সহ একাধিক জায়গা থেকে খোলা চোখে দেখা যাবে ‘ব্লাড মুন’, এমনই জানাচ্ছেন বিজ্ঞানীরা। ৭ সেপ্টেম্বর রাত প্রায় ৯টা থেকে থেকে ৮ তারিখ রাত আড়াইটে পর্যন্ত রাতের আকাশে উদয় হবে রক্তবর্ণ চন্দ্র।

Advertisement

আসলে কী ঘটতে চলেছে আগামী ৭ সেপ্টেম্বর? জ্যোতির্বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর ছায়ায় সম্পূর্ণ ঢেকে যাবে চাঁদ। আর তাতেই শ্বেতশুভ্র চাঁদের রং, রূপ বদলে যাবে। রক্তিম আভায় জ্বলজ্বল হয়ে উঠবে পৃথিবীর একমাত্র উপগ্রহ। সেটাই ‘ব্লাড মুন’। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এমনিতে বিরল কোনও ঘটনা নয়। পৃথিবীর আহ্নিক গতি-বার্ষিক গতির জেরে নির্দিষ্ট সময় অন্তর অন্তর এই ঘটনা ঘটে। কিন্তু তার জন্য চাঁদের রূপবদল, রক্তবর্ণ হয়ে ওঠা, এ বিরল। ভারত থেকে ঠিক কোন সময় সবচেয়ে সুন্দর দেখাবে পৃথিবীর উপগ্রহকে, তার বিস্তারিত সময়সীমাও জানিয়েছেন বিজ্ঞানীরা।

৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৮ থেকে পরদিন অর্থাৎ ৮ তারিখ রাত ২টো ২৫ পর্যন্ত পৃথিবীর ছায়ায় ঢেকে থাকবে চাঁদ। এর মধ্যে রাত ১১টা থেকে ১২টা ২২ পর্যন্ত পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময়সীমা। এই সময়ের মধ্যে চাঁদ ধীরে ধীরে হয়ে উঠবে রক্তাভ। আর মাহেন্দ্রক্ষণ হল রাত ১১টা ৪১। অর্থাৎ এই সময়েই ‘ব্লাড মুন’-এর সবচেয়ে সুন্দর রূপ দেখা যাবে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তবে শর্ত একটাই। আকাশ পরিষ্কার, দূষণমাত্রা ন্যূনতম থাকলে ‘ব্লাড মুন’-এর আসল রূপ দেখা যাবে। কলকাতা, মুম্বই, বেঙ্গালুরু থেকে স্পষ্ট দেখা যাবে রক্তবর্ণ চাঁদ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement