Advertisement
Advertisement
Nadia

‘দূষিত’ প্লাস্টিকেই কেল্লাফতে! প্রথম পরিবেশবান্ধব রাস্তা তৈরি হচ্ছে নদিয়ায়

প্লাস্টিক পরিশোধন করে পাওয়া প্লাস্টিক দানা ব্যবহার করে তৈরি হচ্ছে এই রাস্তা।

construction of ecofriendly road started in Nadia

নিজস্ব ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:October 13, 2025 5:20 pm
  • Updated:October 13, 2025 5:20 pm   

সঞ্জিত ঘোষ, নদিয়া: বিদেশে দেখা গেলেও ভারতবর্ষের মধ্যে প্রথম পরিবেশবান্ধব রাস্তা উদ্বোধন হয় বাংলায়। পূর্ব বর্ধমানের পরে এবার নদিয়ায় শুরু হল পরিবেশবান্ধব রাস্তা তৈরির কাজ।

Advertisement

২০২৩ সালে মে মাসে পূর্ব বর্ধমানের রায়নায় পরীক্ষামূলকভাবে ২২ লক্ষ টাকায় ৩২০ মিটার পরিবেশবান্ধব রাস্তা উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। এবার নদিয়ায় শুরু হল সেই রাস্তা নির্মানের কাজ। গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামে তৈরি হচ্ছে এই রাস্তা। শান্তিপুরের বিধায়ক ব্রজকিশোর গোস্বামীর উদ্যোগে তিনটি রাস্তার নির্মাণ শুরু হয়েছে সোমবার থেকে। পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের আর্থিক সহায়তায় ৩৮ লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছে এই নির্মাণের জন্য। জানা গিয়েছে, ১০০০ কেজি প্লাস্টিক পরিশোধন করে ৫৫০ কেজি প্লাস্টিক দানা তৈরি হয় আর সেটাই ব্যবহার হচ্ছে এই রাস্তায়।

রাস্তার কাজ দেখতে সোমবার আসেন বিধায়ক এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যরা। তাঁদের সঙ্গে ছিলেন এলাকার বহু মানুষ। আদিবাসী নৃত্য-সহ বিভিন্ন উৎসবে মেতে ওঠে গ্রাম। রাস্তা প্রসঙ্গে বিধায়ক বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর প্রতি আনুগত্যে, দলীয় এবং রাজ্য স্তরের নেতৃত্ব হোক কিংবা রাজ্যের মন্ত্রী অথবা আমলা, সকলের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে। একইসঙ্গে রয়েছে বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির গরিমা। তবে বিধায়ক হওয়ার আগে থেকেই শান্তিপুরের উন্নয়ন প্রসঙ্গে নানান চিন্তাভাবনা ছিলো। সেগুলি বাস্তবায়িত হচ্ছে এখন।”

ভাগীরথী পার হয়ে যেতে হয় মানিকনগর গ্রামে। উন্নয়ন প্রসঙ্গে এখানকার মানুষের অভিমান ছিল জনপ্রতিনিধিদের ওপর। তাই বিধায়ক হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন দপ্তরের সহযোগিতায় মানিকনগরে ব্যাপক উন্নয়ন হয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ