Advertisement
Advertisement
Shubhanshu Shukla

মহাশূন্য থেকে ফিরে মায়ার বন্ধনে! স্ত্রী-পুত্রকে বুকে জড়ালেন নভশ্চর শুভাংশু

শুভাংশুর পরিবারের সঙ্গে মিলিত হওয়ার ছবি প্রকাশ্যে আনল ইসরো।

GP Shubhanshu Shukla Reunites With Wife and Son After Historic Space Odyssey
Published by: Kishore Ghosh
  • Posted:July 16, 2025 9:13 pm
  • Updated:July 16, 2025 9:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভারতীয় সময় দুপুর তিনটে বেজে এক মিনিটে পৃথিবীতে ফিরেছেন ইতিহাস তৈরি করা ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। তাঁর আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তাঁর নির্বিঘ্ন প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত হন সাধারণ ভারতবাসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘরের ছেলে ঘরে ফেরায় আনন্দাশ্রু দেখা গিয়েছিল শুভাংশুর মা-বাবার চোখে। এবার ১৮ দিনের মহাশূন্যতা ডিঙিয়ে আরও বেশি করে মায়ার বন্ধনে শুভাংশু। বুধবার তিনি মিলিত হলেন স্ত্রী এবং পুত্র সন্তানের সঙ্গে। দেখা মাত্র স্ত্রী-পুত্রকে বুকে জড়ালেন গ্রুপ ক্যাপটেন।

Advertisement

শুভাংশুর নতুন তিনটি ছবি প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ওই ছবিগুলিতে স্ত্রী কামনা শুক্লা এবং ছয় বছরের পুত্র সন্তান কিয়াশের সঙ্গে দেখা গিয়েছে ভারতীয় নভশ্চরকে। মুখোমুখি হতেই স্ত্রী ও পুত্রকে জড়িয়ে ধরেন শুভাংশু। এক্স হ্যান্ডেলে ছবিগুলির ক্যাপশানে লেখা হয়েছে, মহাকাশ থেকে ফিরে পরিবারের সঙ্গে মিলিত হলেন জিপি ক্যাপ্টেন শুভাংশু শুক্লা।

সোমবার পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছিলেন ভারতীয় মহাকাশচারী ও তাঁর সঙ্গীরা। মঙ্গলবার নির্ঘণ্ট মেনেই ফেরেন তাঁরা। একেবারে ঘড়ি মিলিয়ে প্রশান্ত মহাসাগরে নামে তাঁর ক্যাপসুল। এর প্রায় ৫০ মিনিট পরে হ্যাচ খুলে শুভাংশুদের ক্যাপসুল থেকে বের করা হয়। এরপর তাঁদের নানা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যার পরে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অনুমতি পেলেন তাঁরা। জানা গিয়েছে, শুভাংশুর সহযাত্রীরাও একে দেশে ফিরতে শুরু করেছেন।

২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ‌্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement