সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবেশ বাঁচানোর দায়িত্ব সকলের। কিন্তু সেকথা মনে রাখনে ক’জন? বিশ্ব পরিবেশ দিবসে বড্ড প্রাসঙ্গিক সে প্রশ্ন। তবে এদিন ব্যতিক্রমী পদক্ষেপ বিশিষ্ট যন্ত্রসঙ্গীত শিল্পী-সুরকার গ্র্যামি জুরি পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের। রাগের নামে গাছেদের নামকরণ করলেন তিনি।
কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের। এই অনুষ্ঠানের সহযোগিতায় এল্মহার্স্ট ইনস্টিটিউট ও মোহর বীথিকা অঙ্গন। সমগ্র অনুষ্ঠান ভাবনায় ছিলেন সুদীপ্ত চন্দ। এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রিয়ম মুখোপাধ্যায়, ঋতপা ভট্টাচার্য-সহ আরও অনেকে। সম্প্রতি অপারেশন সিঁদূরে শহিদদের স্মরণে গুলঞ্চ গাছ রোপণ করেন। গাছটির নাম দেওয়া হয়েছে ‘দেশ’। নবীনা ও ক্ষণিকা হোমের আবাসিকাদের উদ্দেশে রোপণ করা হয় পলাশচারা। যার নাম দেওয়া হয় ‘বাহার’ রাগের নামে। একটি অমলতাস গাছও রোপণ করা হয়। যার নাম দেওয়া হয় ‘ললিত’। উৎসর্গ করা হয় শান্তিনিকেতনকে। এই উদ্যোগে খুশি কণিকা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের প্রায় সকলে।
পণ্ডিত প্রদ্যুৎ মুখোপাধ্যায় বলেন, “আজ যেমন বিশ্ব পরিবেশ দিবস। তেমন আবার আমার জন্মদিনও। যে পৃথিবীর মাটিতে বড় হয়েছি, বাতাস থেকে অক্সিজেন নিচ্ছি, তা যদি সুস্থ না থাকে আগামী প্রজন্মের কাছে কী রেখে যাব? এর আগে অব্যবহারযোগ্য বাদ্যযন্ত্রে বৃক্ষরোপণ করেছিলাম। যা দেখতেও ভালো হয়েছিল। কাজেও লেগেছিল। এবার এই পূণ্যভূমিতে এসে বৃক্ষরোপণ করলাম যা আমার কাছে সম্মানের, গর্বের, শ্রদ্ধার।” এল্মহার্স্ট ইনস্টিটিউট অফ কমিউনিটি স্টাডিসের তরফে প্রিয়ম মুখোপাধ্যায় ও ঋতপা ভট্টাচার্য বলেন, “হোমের মেয়েদের উদ্দেশে পলাশ চারা রোপণ করার তাৎপর্য খুবই গভীর। ওঁরা নতুন যৌবনের দূত।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.