Advertisement
Advertisement

Breaking News

Shubhanshu Shukla

ঘরে ফেরার গান! ২২ ঘণ্টা ৫ মিনিটের যাত্রা, কোন প্রক্রিয়ায় পৃথিবীতে নামবে শুভাংশুদের ক্যাপসুল?

মঙ্গলবার দুপুরে প্রশান্ত মহাসাগরে অবতরণ শুভাংশুদের!

How Indian astronaut Shubhanshu Shukla’s return journey to Earth
Published by: Kishore Ghosh
  • Posted:July 14, 2025 3:48 pm
  • Updated:July 14, 2025 5:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার মরমী কবি তথা বাউল শিল্পী হাসান রাজাকে ‘ভুল’ প্রমাণ করে ‘শূন্যের মাঝারে’ ঘর বেঁধেছিলেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং তাঁর সঙ্গীরা। একটানা ১৮ দিন সেই রোমহর্ষক ঠিকানায় কাটিয়ে সোমবার পৃথিবীর উদ্দেশে রওনা দিচ্ছেন তাঁরা। সব ঠিক থাকলে অ্যাক্সিয়ম-৪ অভিযানের ‘আনডকিং’ প্রক্রিয়া শুরু হবে ভারতীয় সময় বিকেল ৪টে বেজে ৩৫ মিনিটে। পরদিন অর্থাৎ মঙ্গলবার পৃথিবীপৃষ্ঠে পৌঁছানোর কথা শুভাংশু এবং তাঁর সঙ্গীদের। নাসা সূত্রে জানা গিয়েছে,‘আনডকিং’ প্রক্রিয়া থেকে প্রশান্ত মহাসাগরে ক্যাপসুল নাম অবধি সময় লাগবে ২২ ঘণ্টা ৫ মিনিট। অর্থাৎ ঘড়ি মিলিয়ে শুভাংশুরা পৌঁছবেন ১৫ জুলাই দুপুর ৩টে বেজে ১ মিনিটে।

Advertisement

গত ২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ‌্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর গত কয়েকদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। এবার ঘরে ফেরার প্রস্তুতি। উল্লেখ্য, সমুদ্রে মহাকাশযান অবতরণের প্রক্রিয়াকে ‘স্প্ল্যাশডাউন’ বলা হয়। এই সমগ্র প্রক্রিয়াটি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছে। ভারতীয় মহাকাশাচারী হিসাবে ইতিহাস তৈরি করা শুভাংশু কোন প্রক্রিয়ায় ঘরে ফেরছেন তাও জানিয়েছে নাসা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, যে ‘ড্র্যাগন’ মহাকাশযানে চড়ে শুভাংশুরা আইএসএস-এ গিয়েছিলেন, তাতে চড়েই পৃথিবীতে ফিরে আসবেন। স্বয়ংক্রিয় আনডকিং প্রক্রিয়ায় পৃথিবীর দিকে রওনা দেবে মহাকাশযানটি। পরবর্তী প্রক্রিয়া হল ‘রেট্রোগ্রেড বার্ন’। মহাকাশযানটি যাতে নিরাপদে পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করতে পারে তার জন্য ক্যাপসুলের গতি কমাতে হয়, একবার রকেট নিক্ষেপ করা হয়।

পৃথিবীর বায়ুমণ্ডলে শুভাংশুদের ক্যাপসুল প্রবেশ করার সময়টাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সময় বায়ুমণ্ডলে ঘর্ষণে তৈরি হয় মাত্রা ছাড়া তাপ। যা সামলে নিতে ধীরে ধীরে ক্যাপসুলের গতি কমাতে হয়। শুরুতে যে ক্যাপসুলের গতি থাকে ঘণ্টায় ২৮ হাজার কিলোমিটার, তা ধীরে ধীরে ২৪ কিলোমিটার প্রতি ঘণ্টায় নামিয়ে আনা হয়। এর পরের পর্বে দুটি প্যারাশুট খুলে যাবে। আবহাওয়া অনুকূল থাকলে ক্যালিফর্নিয়ার উপকূলে প্রশান্ত মহাসাগরের মাঝে ধীরে ধীরে নামবে শুভাংশুদের ক্যাপসুল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement