সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে ‘বন্দি’ সুনীতা উইলিয়ামস। তিনি ও তাঁর সহযাত্রী ব্যারি বুচ উইলমোর আপাতত ফিরতে পারবেন না পৃথিবীতে। এমনটাই জানিয়েছে নাসা। প্রথমে জানা গিয়েছিল, ২৬ জুন তাঁরা ফিরবেন। কিন্তু এখন জানা যাচ্ছে, আপাতত তাঁদের ফেরা সম্ভব নয়। ত্রুটি ধরা পড়েছে তাঁদের মহাকাশযানে। এদিকে ফুরিয়ে আসছে জ্বালানি। আর ২৭ দিনের জ্বালানি অবশিষ্ট রয়েছে বলে দাবি। ফলে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। কল্পনা চাওলার স্মৃতিও ফিরে আসছে।
গত ৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা (Sunita Williams)। উৎক্ষেপণের পরেই একাধিক যান্ত্রিক ত্রুটি পড়ে তাঁদের মহাকাশযানে। না ঘুমিয়ে নিজেরাই সেই ত্রুটি মেরামত করেন নভশ্চররা। তবে যাবতীয় সমস্যা পেরিয়ে গন্তব্যে পৌঁছে যায় তাঁদের মহাকাশযান। কিন্তু এবার সেই মহাকাশযান বোয়িং স্টারলাইনারকে ঘিরেই ঘনিয়েছে বিতর্ক। এমনকী, ওই মহাকাশযানে যে ত্রুটি রয়েছে তা নাকি আগে থাকতেই জানত মার্কিন মহাকাশ সংস্থা, এই অভিযোগও উঠেছে।
এই পরিস্থিতিতে নাসা (NASA) জানিয়েছে, সুনীতা ও ব্যারি ফিরতে পারছেন না কারণ মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়েছে। তা সারাতে সময় লাগবে। কিন্তু কতদিন লাগতে পারে তা নাসা না জানানোয় বিতর্ক তৈরি হয়েছে। এমনকী, সুনীতাদের ফেরা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
এর আগে ২০০৬ ও ২০১২ সালে মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন সুনীতা। সব মিলিয়ে ৩২২ দিন মহাকাশে কাটানোর অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিনি শুধু ভারতীয় বংশোদ্ভূত নন, ভারতীয় সংস্কৃতির সঙ্গেও তাঁর যোগ রয়েছে। তাঁর ফেরা নিয়ে সংশয় অনেকের মনেই ফেরাচ্ছে কল্পনার চাওলার স্মৃতি। ওই ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী অন্তরীক্ষ থেকে পৃথিবীতে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান। সুনীতা যেন নিরাপদে ফিরে আসতে পারেন, আপাতত সেই প্রার্থনাই করছেন মহাকাশপ্রেমীরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.