Advertisement
Advertisement

Breaking News

International Space Station

ভারতের আকাশে শুভাংশুরা! কবে, কখন দেখতে পাবেন?

দেখা যাবে খালি চোখেই।

International Space Station to fly over India
Published by: Biswadip Dey
  • Posted:July 9, 2025 12:12 pm
  • Updated:July 9, 2025 3:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই মুহূর্তে রয়েছেন ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা। ‘অ্যাক্সিয়ম-৪’ মিশনের অংশ হিসেবে সেখানে গিয়েছেন তিনি। এবার সেই স্টেশন উড়ে যাবে ভারতের আকাশ দিয়ে। ফলে এদেশের মাটি থেকেই প্রত্যক্ষ করা যাবে শুভাংশুর ঐতিহাসিক উড়ানকে। খালি চোখেই। হয়তো ছোট্ট আলোর বিন্দু হিসেবেই দেখা যাবে। তবু সাক্ষী থাকা যাবে ইতিহাসের।

Advertisement

কীভাবে দেখা যাবে?

সূর্যোদয়ের ঠিক আগে আকাশে তাকান। সেই সময় দেখতে পাওয়ার সম্ভাবনা সমূহ।

একটি উজ্জ্বল দ্রুতগামী আলোর বিন্দু দেখতে পেলে বুঝবেন এটাই আন্তর্জাতিক স্পেস স্টেশন। মনে রাখবেন সেটি কিন্তু জ্বলজ্বল করবে না। বরং স্থির হয়ে আলো ছড়াবে।

৩ থেকে ৭ মিনিট সেটিকে দেখা যাবে পশ্চিম থেকে পূর্বের দিকে এগিয়ে যেতে।

টেলিস্কোপ লাগবে না। দেখা যাবে খালি চোখেই।

তবে শর্ত একটাই। ভরা বর্ষায় আকাশ পরিষ্কার থাকা দরকার।

কোন অ্যাপের সাহায্যে চিহ্নিত করা যাবে ISS-কে?

১) নাসা স্পট দ্য স্টেশন অ্যাপ (অ্যালার্টস অ্যান্ড ট্র্যাকিং)

২) আইএসএস ডিটেক্টর

কবে কবে কোন সময়ে দেখা যাবে

ইতিমধ্যেই ৮ জুলাই ভারত থেকে রাতের আকাশে দৃশ্যমান হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশন।

এরপর ৯ জুলাই বুধবার ভোর ৪টে বেজে ১০ থেকে ৪টে ১৬ পর্যন্ত তা দেখা গিয়েছে। ফের দেখা যাবে সন্ধ্যা ৮.৪৮ থেকে ৮.৫৩ পর্যন্ত।

১০ জুলাই ভোর ৩টে ২২ থেকে ৩টে ২৭ এবং বিকেল ৪টে ৫৮ থেকে ৫টা ৪ মিনিট পর্যন্ত। এছাড়া সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট থেকে ৮টা ৫ পর্যন্ত।

১১ জুলাই মধ্যরাত ২টো ৩৪ মিনিট থেকে ২টো ৩৬ মিনিট এবং ভোর ৪টে ৯ থেকে ৪টে ১৫ পর্যন্ত।

১২ জুলাই সন্ধ্যা ৭টা ৫৯ মিনিট থেকে ৮টা ৩ মিনিট।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement