Advertisement
Advertisement
Shubhanshu Shukla

‘ঠিক যেন নবজাতক শিশু, মহাকাশে হাঁটা-খাওয়া শিখছি…’, আকাশবাণী শুভাংশুর

'বর্ণনাতীত' অভিজ্ঞতা, জানালেন ভারতীয় নভোচর।

Learning Like A Baby How To Walk And Eat In Space said Shubhanshu Shukla
Published by: Kishore Ghosh
  • Posted:June 26, 2025 12:46 pm
  • Updated:June 26, 2025 1:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়েছে ভারত। রাকেশ শর্মার পর চার দশক ডিঙিয়ে মহাকাশে পাড়ি দিয়েছেন ৩৯ বছরের ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। বুধবার দুপুরে আমেরিকার ফ্লরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন ৯ রকেটে চেপে মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দেন তিনি। এবার মহাকাশ থেকে প্রথম বার্তা দিলেন দেশের গর্ব শুভাংশু। জানালেন ‘বর্ণনাতীত’ অভিজ্ঞতা। শুভাংশুর আকাশবাণী, “নবজাতক শিশুর মতো হাঁটা, খাওয়া শিখছি।” মহাশূন্য থেকে দেশবাসীকে ‘নমস্কার’ জানান তিনি।

‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানের পদে পদে দেশবাসীকে সঙ্গে রাখছেন গ্রুপ ক্যাপটেন শুভাংশু। আগেই জানান মহাকাশে একা বোধ করছেন না তিনি। যেহেতু তাঁর সঙ্গে রয়েছে একশো চল্লিশ কোটি ভারতবাসী। এদিন নিজের বার্তায় শুভাংশু বলেন, “কেমন আছ সবাই, মহাকাশ থেকে নমস্কার। এখানে সঙ্গী নভোচরদের সঙ্গে দারুণ উত্তেজিত বোধ করছি। কী অসাধারণ একটা অভিজ্ঞতা ছিল, যখন আমি লঞ্চপ্যাডে ক্যাপসুলে বসেছিলাম, তখন আমার মনে একটাই ভাবনা ছিল—চলো যাওয়া যাক।” এখানেই না থেমে ভারতীয় নভোচর বলেন, “যখন যাত্রা শুরু হল, কিছু একটা ঘটল। সিটটা পিছনে ঠেলে দেওয়া হল। এটা ছিল অসাধারণ যাত্রা। এরপর যেন কোনও ব্যাপারই না… তুমি শূন্যে ভেসে বেড়াচ্ছ! এখনও আমি শূন্য অভিকর্ষের সঙ্গে যুঝছি। নবজাতক শিশুর মতো সোজা হয়ে দাঁড়ানো, হাঁটা, নিজেকে নিয়ন্ত্রণ করা, খাওয়া ইত্যাদি শিখছি। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করছি।”

বুধবার বেলা ঠিক বারোটা বেজে এক মিনিটে শুভাংশুকে নিয়ে অন্তরীক্ষে পাড়ি দিয়েছে অ্যাক্সিয়ম-৪। এই অভিযান ঘিরে ভারতীয়দের আগ্রহ তুঙ্গে। সকলেরই নজর শুভাংশুদের মহাকাশের দিনরাত্রি কেমন কাটবে তা নিয়ে। রওনা হওয়ার আগে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় নভোচর জানিয়েছেন, মহাকাশ অভিযানে তাঁর সঙ্গে থাকছে মুখরোচক ভারতীয় খাবার। রয়েছে প্রিয় গান শাহরুখ খানের স্বদেশ ছবির ‘ইউঁ হি চলা চল রাহি’। আগামী ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন শুভাংশরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement