Advertisement
Advertisement

Breaking News

NASA

আস্ত বাড়ির মতো অতিকায়! পৃথিবীর দিকে ধেয়ে আসছে অতিকায় গ্রহাণু, সতর্ক করল নাসা

গ্রহাণুটির গতি ১৪ হাজার মাইল প্রতি ঘণ্টা।

NASA warns building-sized asteroid 2022
Published by: Biswadip Dey
  • Posted:July 16, 2025 5:08 pm
  • Updated:July 16, 2025 5:08 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পৃথিবীর দিকে ধেয়ে আসছে অতিকায় এক গ্রহাণু। আকারে সে একটি বাড়ির সমান! নাসা জানিয়েছে, আগামী ১৭ জুলাই সেটি পৃথিবীর কাছাকাছি আসবে। এটিকে ‘নিয়ার আর্থ অ্যাস্টরয়েড’ তথা NEA হিসেবে ধরা হচ্ছে। সংঘর্ষের সম্ভাবনা কতটা?

Advertisement

এই বিষয়ে অবশ্য সতর্ক করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা। জানিয়েছে, পৃথিবী থেকে নিরাপদ দূরত্ব দিয়েই সেটি চলে যাবে। ইসরোর তরফেও একই কথা জানানো হয়েছে। ১২০ মিটার ব্যাসের গ্রহাণুটি পৃথিবী থেকে ৪.১৫ মিলিয়ন কিমি দূর দিয়ে চলে যাবে। যদিও দূরত্বটা অনেক বেশি বলে মনে হতে পারে, তবে মহাজাগতিক দূরত্বের হিসেবে সেটা খুব বেশি নয়। গ্রহাণুটির গতি ১৪ হাজার মাইল প্রতি ঘণ্টা।

কিন্তু যদি এমন আকারের কোনও গ্রহাণু সত্যিই একদিন আছড়ে পড়ে পৃথিবীর বুকে? বিজ্ঞানীরা জানাচ্ছেন, সত্যিই এমন বিরাট চেহারার কোনও গ্রহাণু আছড়ে পড়লে কয়েকশো পরমাণু বোমা ফাটার মতো পরিস্থিতি তৈরি হবে। এমনই ধ্বংসলীলা শুরু হবে যা চলবে পরবর্তী কয়েক বছর ধরে। বহু বছরের জন্য পৃথিবীর আবহাওয়ার চেহারাই বদলে যাবে। ধ্বংস হয়ে যাবে গ্রহের বহু অংশ। বিপুল প্রাণহানিতে পৃথিবী পরিণত হবে এক শ্মশানে।

প্রসঙ্গত, এই ধরনের আগন্তুক গ্রহাণু অতীতে বহুবার পৃথিবীতে আছড়‌ে পড়েছে এবং পৃথিবীর বিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রাগৈতিহাসিক কালে পৃথিবীর বুকে রাজত্ব করা ডাইনোসরদের অবলুপ্তির পিছনেও এই ধরনের মহাজাগতিক বস্তুর আছড়ে পড়াকে অন্যতম কারণ হিসেবে দাবি করেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক অতীতে বহুবারই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষে মানব সভ্যতা ধ্বংস হওয়ার নানা জল্পনা ও গুজব শোনা গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement