Advertisement
Advertisement
Darjeeling

‘ক্যুইন অফ হিল’, আবর্জনা পরিষ্কারে দার্জিলিংয়ে স্বচ্ছ অভিযান বাসিন্দা ও পড়ুয়াদের

সুইডিশ কৌশল প্লগিংয়ের মাধ্যমে চলে এই অভিযান।

Residents and students join Swachh Abhiyan in Darjeeling to clean up garbage

পাহাড় পরিষ্কারে স্থানীয় বাসিন্দারা। নিজস্ব চিত্র

Published by: Suhrid Das
  • Posted:August 17, 2025 2:13 pm
  • Updated:August 17, 2025 9:06 pm   

বিশ্বজ্যোত ভট্টাচার্য, দার্জিলিং: জগিংয়ের সঙ্গে আবর্জনা তোলা। জনপ্রিয় সেই সুইডিশ কৌশল প্লগিংয়ের মাধ্যমে ‘ক্যুইন অফ হিল’ দার্জিলিংকে স্বচ্ছ করে তোলার অভিযান হল। স্বাধীনতা দিবসের দিন থেকে দু’দিন এই অভিযান পালন হল পাহাড়ে। উদ্যোক্তা বিক্রম ফাউন্ডেশন এবং পাহাড়ের নতুন দল মেরো দার্জিলিং। সহযোগিতায় ছিল দার্জিলিং পুরসভা ও গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ)। অভিযানের নামকরণও অভিনব ‘মেরো দার্জিলিং-মায়া আনি সেবা তপাইলাই’ অর্থাৎ ‘আমার দার্জিলিং-তোমাদের ভালবাসার জন্যই সেবা’।

Advertisement

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অ্যাথলিট বিক্রম রাইয়ের সঙ্গে দু’দিন অভিযানে নামেন দার্জিলিংয়ের আমজনতা তো বটেই। নতুন প্রজন্ম প্রমাণ করলেন, স্বাধীনতা দিবস কেবল বক্তৃতা অথবা অনুষ্ঠানের বিষয় নয়। এটি সম্মিলিত দায়িত্ব পালনের বিষয়। বিক্রম জানান, সবাই শুধু অভিযোগ করেন দার্জিলিং অপরিচ্ছন্ন। কিন্তু নিজের দায়িত্ব পালন করেন না। ২০১৬ সালে সুইডেনে আবর্জনা সংগ্রহের জন্য একটি অভিযান শুরু হয়েছিল। এখানেও একই অভিযান হয়েছে। তিনি বলেন, ‘‘স্বাধীনতা দিবস পালনের পর লেবং গোর্খা স্টেডিয়াম আবর্জনায় ভরে ছিল। আমরা লেবং স্টেডিয়ামে মেগা প্লগিংয়ের মাধ্যমে নাগরিকদের সচেতন করে তোলার কাজ করেছি।’’

অভিযানে অংশগ্রহণকারীরা জগিং করে হেঁটে যান ম্যাল রোড, টিন রোড, কেভেন্টার্স এলাকায়। পথে আবর্জনা সংগ্রহ করেন। স্লোগান ছিল ‘অভিযোগ নয়, অঙ্গীকার’। ১৬ আগস্ট শনিবার লেবং স্টেডিয়ামে মেরো দার্জিলিং গ্রুপের নেতৃত্বে ইয়ং শাটলার দার্জিলিং, ইন্টার অ্যাক্ট ক্লাব অফ ওয়েস্ট পয়েন্ট, ক্যামেলিয়া স্কুল, এনজিএইচএসের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষের সহযোগিতায় মেগা প্লাগিং ও ক্লিনিং অভিযান হয়। লেবং থেকে ২ ট্রাক আবর্জনা সংগ্রহ করা হয়েছে। চৌরাস্তা, ম্যাল রোড থেকে ১ ট্রাক আবর্জনা সংগ্রহ হয়েছে। বিক্রম রাই বলেন, “আমাদের স্বাধীনতা সংগ্রামীরা রাজনৈতিক স্বাধীনতা উপহার দিয়েছেন। এখন পরিবেশগত স্বাধীনতার জন্য লড়াই করার সময়। প্লাস্টিক বর্জ্য এবং দূষণ থেকে মুক্তি চাই।” প্রসঙ্গত ১২ আগস্ট ভানু ভবনে অনুষ্ঠিত সভায় বিক্রম রাইয়ের দার্জিলিং পরিষ্কার করার ধারণা নিয়ে পথ চলা শুরু হয় ‘মেরো দার্জিলিং’ দলের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ