Advertisement
Advertisement

Breaking News

River Pollution

ফেনায় ঢাকা কোপাই নদী! জলদূষণের কবলে শান্তিনিকেতনের একাধিক গ্রাম

কোপাইয়ের জল সংগ্রহ করে পর্যালোচনা পরীক্ষা শুরু করেছেন পরিবেশ কর্মী ও স্থানীয় পড়ুয়াদের একাংশ।

River pollution in Kopai effects many villages of Santiniketan
Published by: Sucheta Sengupta
  • Posted:May 22, 2025 1:56 pm
  • Updated:May 22, 2025 1:58 pm  

দেব গোস্বামী, বোলপুর: কোপাই নদীতে ব্যাপক জলদূষণ। শান্তিনিকেতন গোয়ালপাড়া সংলগ্ন ব্রিজে নিচে নদীর দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে, এমনই অভিযোগ স্থানীয়দের। ফেনায় ঢেকেছে নদীটি। কারণ ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। কমলাকান্তপুর, সেহালা, খঞ্জনপুর, বিদ্যাধরপুর, মহিষঢাল, খেজুরডাঙা-সহ একাধিক গ্রামের কয়েক হাজার পরিবারের নিত্যদিনের কাজে লাগে এই নদীর জল। এছাড়াও চাষাবাদেও বিস্তীর্ণ এলাকার ভরসা কোপাই নদীর জল। প্রায় পাঁচদিন ধরে ক্রমেই বইছে ফেনা জল। যা দেখে তাজ্জব বাসিন্দারা।

Advertisement

কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা গুরুপদ কোঁড়া, গণেশ কোঁড়ারা বলেন, “কোপাই নদীতে এমন দৃশ্য আগে কখনও দেখা যায়নি। তবে নদী সংলগ্ন এলাকায় কোনও বড় শিল্প কারখানা নেই, যা থেকে রাসায়নিক বর্জ্য নির্গত হতে পারে। নদী পরিষ্কারের কর্মসূচি এবং নিয়মিত নদী পরিদর্শনের ব্যবস্থা নেওয়া উচিত স্থানীয় প্রশাসনের।” কোপাই নদীর জল দূষণ হওয়ায় উদ্বিগ্ন পরিবেশবিদ সুভাষ দত্ত। তিনি বলেন, “রাসায়নিক কারণে এরকম ফেনা নির্গত হতে পারে অথবা মাছ ধরার জন্য বিষাক্ত কিছু জলে মেশালে এই ফেনার উৎপত্তি হতে পারে। নদী বাঁচাতে পরিবেশ বান্ধব পদ্ধতি গ্রহণ করে বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা শীঘ্রই প্রয়োজন।”

বোলপুর শ্রীনিকেতন ব্লকের বিডিও সত্যজিৎ বিশ্বাস বলেন, “কোপাই নদীর জলে কেন ফেনা নির্গত হচ্ছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেচ দপ্তর-সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হবে।” পরিবেশ কর্মীদের দাবি, নদীতে জলদূষণ কীভাবে হল, সেই কৌতূহল দূর করতে জল সংগ্রহ করে পর্যালোচনা পরীক্ষা শুরু করেছেন পরিবেশকর্মী ও স্থানীয় পড়ুয়াদের একাংশ। পরীক্ষা-পর্যবেক্ষণের ফলাফল কী হয়, সেদিকে তাকিয়ে বোলপুরের বাসিন্দারা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement