Advertisement
Advertisement
Shubhanshu Shukla

শুভাংশুর মহাকাশ বিজয়! প্রথম ভারতীয় হিসেবে পা আন্তর্জাতিক স্পেস স্টেশনে

২৮ ঘণ্টার সফরশেষে তৈরি হল ইতিহাস।

Shubhanshu Shukla scripts history as his Axiom-4 docks at ISS
Published by: Biswadip Dey
  • Posted:June 26, 2025 4:24 pm
  • Updated:June 26, 2025 4:31 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে অপেক্ষার অবসান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছলেন শুভাংশুরা। বুধবার ভারতীয় সময় বেলা ১২টা ১ মিনিটে রওনা দেন তাঁরা। তখন থেকেই শুরু হয়েছিল অপেক্ষা। ২৮ ঘণ্টা শেষে বৃহস্পতিবার বিকেল চারটেয় ‘ডকিং’ প্রক্রিয়া’ সম্পূর্ণ হতেই তৈরি হল ইতিহাস।

বুধবার বেলা ঠিক বারোটা বেজে এক মিনিটে শুভাংশুকে নিয়ে অন্তরীক্ষে পাড়ি দেয় অ্যাক্সিয়ম-৪। এই অভিযান ঘিরে ভারতীয়দের আগ্রহ তুঙ্গে। সকলেরই নজর শুভাংশুদের মহাকাশের দিনরাত্রি কেমন কাটবে তা নিয়ে। রওনা হওয়ার আগে এক সাংবাদিক সম্মেলনে ভারতীয় নভোচর জানিয়েছেন, মহাকাশ অভিযানে তাঁর সঙ্গে থাকছে মুখরোচক ভারতীয় খাবার। রয়েছে প্রিয় গান শাহরুখ খানের স্বদেশ ছবির ‘ইউঁ হি চলা চল রাহি’। আগামী ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন শুভাংশরা।

স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। কিন্তু তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল ২২ জুন। তাও পিছিয়ে যায়। অবশেষে বুধবার আসে সেই মাহেন্দ্রক্ষণ।

প্রসঙ্গত, আজকের দিনটা অনেককেই মনে করিয়ে দিচ্ছে রাকেশ শর্মার মহাকাশে পাড়ি দেওয়ার কথা। সেটা ছিল ১৯৮৪ সাল। দীর্ঘ ৪১ বছরের ব্যবধানে ফের মহাকাশের উদ্দেশে পাড়ি জমানোই কেবল নয়, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পা রাখলেন আরেক ভারতীয়। রাকেশকে নিজের মেন্টর মনে করেন শুভাংশু। ইতিহাস মিলিয়ে দিল দুই ভারতীয়কে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement