Advertisement
Advertisement
Solar Eclipse

মহালয়ার দিন আংশিক সূর্যগ্রহণ! কখন, কোথা থেকে দেখা যাবে?

বিরল দৃশ্যের সাক্ষী থাকবেন বিশ্ববাসী, জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Solar Eclipse at this weekend, when and from where to watch

ফাইল ছবি

Published by: Sucheta Sengupta
  • Posted:September 18, 2025 7:43 pm
  • Updated:September 18, 2025 7:52 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সপ্তাহ খানেক আগেই আকাশজুড়ে বিরল রক্তবর্ণ চন্দ্রোদয়ের সাক্ষী থেকেছেন বিশ্ববাসী। চন্দ্রগ্রহণের সময়ে রাতের আকাশে বিরল রূপ নিয়ে আবির্ভূত হয়েছিল পৃথিবীর একমাত্র উপগ্রহ। ‘ব্লাড মুন’ প্রত্যক্ষ করেছেন পৃথিবীর নানা প্রান্তের মানুষজন। মাত্র কয়েকদিনের ব্যবধানে এবার আংশিক সূর্যগ্রহণ দেখতে পাবেন দক্ষিণ গোলার্ধ্বের লোকজন। আগামী ২১ সেপ্টেম্বর, মহালয়ার দিনই সেই মাহেন্দ্রক্ষণ। আঁধারে ঢাকা নয়, আংশিক সূর্যগ্রহণে কিছুটা সময়ের জন্য অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়তে পারে। তবে ওইদিনের সূর্যগ্রহণ ভারত থেকে দৃশ্যমান হবে না বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

Advertisement

পৃথিবীর ঘূর্ণন বিজ্ঞান অনুযায়ী, প্রতিবছর ২২ সেপ্টেম্বর পৃথিবী-সূর্যের অবস্থান এমন হয় যে দিন ও রাত সমান সমান হয়ে ওঠে। কিন্তু তার আগের দিনই আংশিক সূর্যগ্রহণ হতে চলেছে, যা বিরল বলেই জানাচ্ছেন জ্যোতির্বিজ্ঞানীরা। একইসঙ্গে আংশিক সূর্যগ্রহণে অপূর্ব দৃশ্য দেখা যাবে। তবে ভারত বা এশিয়া মহাদেশের কোথাও তা দেখা যাবে না। দৃশ্যমান হবে দক্ষিণ গোলার্ধ্বের দেশগুলিতে। তার মধ্যে সবচেয়ে ভালো দেখা যাবে নিউজিল্যান্ড দেখে। সূর্যগ্রহণের সময়ও জানিয়েছেন বিজ্ঞানীরা। জানা যাচ্ছে, UTC অর্থাৎ ইউনিভার্সাল টাইম জোন অনুযায়ী, রবিবার, ২১ সেপ্টেম্বর বিকেল ৫টা ২৯ মিনিট থেকে রাত ৯টা ৫৩ পর্যন্ত চলবে গ্রহণ। ভারতীয় সময়ের চেয়ে সাড়ে ৫ঘণ্টা পিছিয়ে UTC. সেই সময় অনুযায়ী, ভারতে সূর্যগ্রহণ দেখা গেলে, তা হতো সোমবার।

আরও জানা যাচ্ছে, গ্রহণের পুরোটাই নিউজিল্যান্ডের এক অনলাইন পোর্টাল সরাসরি সম্প্রচার করবে। সে দেশে সোমবার সকাল ৬টা ২৭ মিনিট থেকে দেখা যাবে সূর্যগ্রহণ। সাউথ আইল্যান্ড, স্টুয়ার্ট আইল্যান্ড ও ক্রাইস্টচার্চ থেকে সবচেয়ে ভালো দেখা যাবে। এছাড়া আন্টার্কটিকা মহাদেশের রস সৈকত থেকেও দৃশ্যমান হবে। ইউরোপ ও উত্তর আমেরিকার বাসিন্দারাও গ্রহণ দেখতে পারবেন না। উল্লেখ্য, চলতি বছর দু’বার সূর্যগ্রহণ। কিন্তু তার কোনওটাই ভারত থেকে দেখা যাবে না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement