Advertisement
Advertisement
Sunita Williams

আলোর উৎসব কাটছে মহাকাশেই, স্পেস সেন্টার থেকে দীপাবলির শুভেচ্ছা সুনীতার

দীপাবলির সময়ে তাঁর মনে পড়ছে মা-বাবার কথা।

Sunita Williams shares Diwali wishes from space

ফাইল ছবি

Published by: Anwesha Adhikary
  • Posted:October 29, 2024 11:46 am
  • Updated:October 29, 2024 11:46 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ফিরে পরিবারের সঙ্গে দীপাবলি পালনের কথা ছিল। কিন্তু প্রযুক্তির গেরোয় মহাশূন্যেই আটকে থাকতে হচ্ছে সুনীতা উইলিয়ামসকে। তবে মহাকাশ থেকেই গোটা বিশ্বকে আলোর উৎসবে শুভেচ্ছা জানান ভারতীয় বংশোদ্ভূত মহাকাশচারী। সেই সঙ্গে জানালেন, দীপাবলির সময়ে তাঁর মনে পড়ছে মা-বাবার কথা।

Advertisement

গত কয়েক বছরে মতো এবারও আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনে পালিত হয় দীপাবলি। সোমবার মহাকাশ থেকে ভিডিও কলে সেই অনুষ্ঠানে যোগ দেন সুনীতা। আন্তর্জাতিক স্পেস সেন্টার থেকে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান তিনি। এই প্রথমবার মহাকাশেই দীপাবলি পালন করতে হচ্ছে সুনীতাকে। শুভেচ্ছা জানাতে গিয়ে প্রথমেই বাবার কথা বলেন তিনি। ভারত থেকে আমেরিকায় পাড়ি দিয়েছিলেন সুনীতার বাবা দীপক পাণ্ডিয়া। ছোট্ট সুনীতাকে তিনিই দীপাবলি পালন করতে শিখিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৭ জুন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনীতা ও বুচ উইলমোর। উৎক্ষেপণের পরেই একাধিক যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে তাঁদের মহাকাশযানে। না ঘুমিয়ে নিজেরাই সেই ত্রুটি মেরামত করেন নভশ্চররা। তবে যাবতীয় সমস্যা পেরিয়ে গন্তব্যে পৌঁছে যায় তাঁদের মহাকাশযান। কিন্তু এর পর ফের ত্রুটি ধরা পড়ে। এর পর স্টারলাইনারকে সুনীতাদের ছাড়াই ফেরত পাঠানোর পরিকল্পনা করা হলেও দুই মহাকাশচারী আপাতত আটকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে।

তবে সুনীতাদের নিয়ে আশঙ্কার কিছু নেই বলে নাসা আগেই দাবি করেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার দাবি, চিন্তার কারণ নেই। অক্সিজেন, খাবার, জল আর জামাকাপড় পৌঁছে দেওয়া হয়েছে কার্গো ফ্লাইটে। এছাড়া স্পেস স্টেশনে এখন সুনীতাদের হাতেই ফলছে সবজি। ফলে খাবারের অভাব হওয়ার কোনও কারণ নেই। তবে আগামী ফেব্রুয়ারির আগে তাঁদের ফেরার সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে তাদের তরফে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ