Advertisement
Advertisement
Shubhangshu Shukla

বাড়ির তৈরি গাজরের হালুয়া, শাহরুখের সিনেমার গান! মহাকাশে শুভাংশুর ‘ঝুলি’তে আর কী?

ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দিয়েছেন শুভাংশু-সহ চার মহাকাশচারী।

What astronaut Shubhangshu Shukla is taking on historic mission
Published by: Biswadip Dey
  • Posted:June 25, 2025 2:58 pm
  • Updated:June 25, 2025 2:58 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকাশে পাড়ি দিয়েছেন ভারতীয় নভোচর শুভাংশু শুক্লা। বুধবার বেলা ঠিক বারোটা বেজে এক মিনিটে অন্তরীক্ষে পাড়ি দিয়েছে অ্যাক্সিয়ম-৪। এই অভিযান ঘিরে ভারতীয়দের আগ্রহ তুঙ্গে। সকলেরই নজর শুভাংশুদের মহাকাশের দিনরাত্রি কেমন কাটবে তা নিয়ে। রওনা হওয়ার আগে এক সাংবাদিক সম্মেলনে তিনি জানিয়েছেন, মহাকাশ অভিযানে তাঁর সঙ্গে থাকছে মুখরোচক ভারতীয় খাবার দাবার। রয়েছে প্রিয় গান।

সাংবাদিক সম্মেলনে শুভাংশুকে বলতে শোনা গিয়েছে, ”মহাকাশে আমাদের জন্য প্রচুর খাবার দাবারই থাকবে। তবু আমি সঙ্গে নিয়ে যাচ্ছি আমের সরবত, গাজরের হালুয়া, মুগডালের হালুয়া।” এরই পাশাপাশি তাঁর সঙ্গে থাকবে প্রথম ভারতীয় মহাকাশচারী রাকেশ শর্মার জন্য একটি স্মারক। তবে কী সেই স্মারক, তা পরিষ্কার করেননি তিনি। সেই সঙ্গেঁ তাঁর মন্তব্য, ”আমি স্রেফ যন্ত্রপাতি নিয়ে যাচ্ছি না। কোটি কোটি হৃদয়ের আশা ও স্বপ্নও নিয়ে যাচ্ছি।” প্রসঙ্গত, আজকের দিনটা অনেককেই মনে করিয়ে দিচ্ছে রাকেশ শর্মার মহাকাশে পাড়ি দেওয়ার কথা। সেটা ছিল ১৯৮৪ সাল। দীর্ঘ ৪১ বছরের ব্যবধানে ফের মহাকাশের উদ্দেশে পাড়ি জমালেন আরেক ভারতীয়। রাকেশকে নিজের মেন্টর মনে করেন শুভাংশু।

এদিকে এক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, যাত্রাপথে শুভাংশুদের সঙ্গে খাকছে প্রিয় গান। ভারতীয় নভোচরের প্লে লিস্টে রয়েছে শাহরুখ খান অভিনীত ‘স্বদেশ’ ছবির ‘ইউ হি চলা চল রাহি’। প্রসঙ্গত, সেই ছবিতে শাহরুখ ছিলেন নাসার কর্মীর ভূমিকায়। কাকতালীয় ভাবে সেই ছবির গানই সঙ্গে রাখছেন শুভাংশু।
স্পেসএক্স-এর তৈরি ড্রাগন মহাকাশযানে চেপেই আমেরিকার ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশে রওনা দিলেন শুভাংশু-সহ চার মহাকাশচারী। প্রথমে ঠিক ছিল ২৫ মে অভিযান শুরু হবে। কিন্তু তা পিছিয়ে ৮ জুন হয়। এরপর থেকে বারবার পিছিয়েছে যাত্রার তারিখ। শেষবার দিন ধার্য হয়েছিল ২২ জুন। তাও পিছিয়ে যায়। অবশেষে বুধবার এল সেই মাহেন্দ্রক্ষণ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement