Senco Puja Selfie Contest 2025 - Aparupa Senco Puja Selfie Contest 2025 - Aparupa

পুজো মানে হঠাৎ দেখা হোক বা আবার দেখা, সাজটা কিন্তু মাস্ট। পুজোর সাজ, পুজোরই অংশ। মহিষাসুরমর্দিনীর রণসাজে, শুধু অস্ত্র নয়, লাগে মানানসই গয়নাও। বাড়ির পুজোর সাজ, বা প্রবাসের ঘরকন্না, বারোয়ারির হুল্লোড়, বা শুধুই পুজোপ্যাণ্ডেল হপিং, পুজোর সাজে সব নারীই হয়ে ওঠেন অপরূপা। আর পুজোয় বাঙালিয়ানার সেরা সাজকে স্মরণীয় করে রাখছে, ‘Senco-র সাজে অপরূপা’

নিয়মাবলি

  • সংবাদ প্রতিদিন ডট ইন আয়োজিত, Senco Golds & Diamonds নিবেদিত ‘Senco-র সাজে অপরূপা’। পুজোর সাজে তোলা আপনার সেরা সেলফিটির অপেক্ষায় রয়েছি আমরা।
  • আপনার বয়স যদি হয় ১৫ বছরের বেশি, তবে পুজোর সাজে সেলফি তুলুন, আর পাঠিয়ে দিন আমাদের।
  • মহানবমী পর্যন্ত চলবে প্রতিযোগিতা, যার শেষে সেরা ১০ অপরূপাকে বেছে নেব আমরা।
  • সেলফির সঙ্গে অবশ্যই থাকতে হবে প্রেরকের নাম ও কন্ট্যাক্ট নম্বর। আর পাঠিয়ে দিতে হবে 8585816601 নম্বরে।

সেরা ১০ অপরূপা

অংশগ্রহণকারী

আরও দেখুন

সেরা ৩

সিঁদুর খেলা

×